দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিউর রহমান মোমেন।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাজিউর রহমান মোমেন বলেন, যে ফ্যাসিবাদীরা দেশের আলেমদের হত্যা করেছিল তারা আজ কোথায়? আজ তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। জুলাইয়ের ১ বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ফ্যাসিবাদের বিচার হয়নি, গণহত্যার বিচার হয়নি।
উল্টো দেখা যাচ্ছে ফ্যাসিবাদ আজও চোখ রাঙাচ্ছে, জুলাই বিপ্লবের বীরদের ওপর হাত তুলেছে। দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, আজ আমরা জামায়াতের আমিরের দিকনির্দেশনামূলক বক্তব্য শুনব। যে বক্তব্য ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে সহায়ক হবে।
টিকে/