সরকার গঠন করলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত জুলাই আন্দোলনে হতাহতদের পুনর্বাসন করা বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত শহীদ স্মরণ সভায় বক্তব্যে মির্জা ফখরুল একথা বলেন।
উপস্থিত শহীদ পরিবারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, এখানে প্রায় প্রত্যেকে বলেছেন আমার একমাত্র সন্তান। অথবা আমি খুব কষ্ট করে তাদের পড়ার খরচ বের করার চেষ্টা করি।
টিউশনি করে বা চাকরি করে নিজেরা পড়াশোনা করে। একই সঙ্গে এই কথাও বলেছে যে আমার স্বপ্ন ছিল পড়াশোনো করে সে ইঞ্জিনিয়ার হবে। আমার পরিবারের চেহারা বদলে যাবে। অর্থাৎ যারা লেখাপড়া করছে তারা একটা সুন্দর ভবিষ্যতের জন্য করছে।
আজকে হাসিনা এই ফ্যাসিজিম দিয়ে গোটা বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ঠিক একইভাবে আমার এই মা-বোনদের আশা-আকাঙ্ক্ষাকেও সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে।
তিনি বলেন, আজকে আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমার একটা অনুরোধ। নির্বাচনের পরে যদি আপনি সরকার গঠন করতে পারেন জনগণের সমর্থনে।
তাহলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত এই যে পরিবারগুলো, যারা সন্তান হারিয়েছে, অসহায় হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা।
তিনি আরো বলেন, আমি আরেকটি প্রস্তাব রাখতে চাই। এখানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আছেন, শিক্ষার্থীরা আছেন, আমরা আছি। শুধু কথায় নয়, আসুন আমরা এই পরিবারগুলোর জন্য একটা ফান্ড তৈরি করি। যে ফান্ডের মাধ্যমে আমরা এই পরিবারগুলোকে সহায়তা করতে পারবো।
এর মাধ্যমেই আমরা সত্যিকার অর্থে একটা কাজ করতে পারবো।
টিকে/