জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে উচ্চকক্ষের জন্য ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। এ পদ্ধতিতে নির্বাচন হলে, যারা উচ্চকক্ষ চাই না বলে বক্তব্য দেয়, তারা জাতির সঙ্গে প্রতারণা করে।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
আখতার বলেন, শুধু ক্ষমতা বদলের জন্য ২৪-এর অভ্যুত্থান হয়নি। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অংশ নিয়েছিলাম। শুধু নির্বাচন দিয়ে এ দেশে গণতন্ত্রকে সুরক্ষা দেয়া সম্ভব নয়। ১৪, ১৮, ২৪-এর নির্বাচনে গণতন্ত্রকে সুরক্ষা হয়নি বলেন তিনি।
তিনি আরও বলেন, আর যেন ফ্যাসিবাদ এবং স্বৈরাচার জন্ম নিতে না পারে, এজন্য আওয়ামী লীগকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
টিকে/