চ্যাটজিপিটির সহায়তায় ৬ মাসে ২৭ কেজি ওজন কমালেন এক ব্যক্তি

শরীরের অতিরিক্ত ওজন নিয়ে লড়াই করা অনেকের জন্যই এক কঠিন সংগ্রাম। তবে ‘My Life, By AI’ ইউটিউব চ্যানেলের নির্মাতা ছয় মাস আগে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে চমকপ্রদভাবে বদলে ফেলেছেন নিজের জীবন। চ্যাটজিপিটি-ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) নিজের ব্যক্তিগত কোচ হিসেবে বেছে নিয়ে তিনি ৬০ পাউন্ড (২৭ কেজি) ওজন কমাতে সক্ষম হয়েছেন।

নিজের জীবনের কঠিন সময় স্মরণ করে তিনি বলেন, ‘ছয় মাস আগে প্রতিদিন টিকে থাকাটাও একরকম যুদ্ধ ছিল। জীবন যেন পুরোপুরি অচল হয়ে পড়েছিল।’ তখনই তিনি সিদ্ধান্ত নেন, প্রযুক্তিকে তিনি ব্যবহার করবেন নিজের জীবন রদবদলের জন্য।

চ্যাটজিপিটি এবং ‘আর্থার’ নামে একটি এআই অ্যাসিস্ট্যান্টের সাহায্যে তিনি তৈরি করেন একটি পূর্ণাঙ্গ ‘এআই-সহায়ক জীবন পদ্ধতি’—যেটির মধ্যে ছিল খাদ্য পরিকল্পনা, ব্যায়ামের রুটিন এবং কনটেন্ট তৈরির সময়সূচি।

‘আমি চ্যাটজিপিটিকে বলেছিলাম—আমার জীবন চালাও, বদলে দাও,’—তিনি বলেন তার ১২ জুলাই, ২০২৫-এর ইউটিউব ভিডিওতে। ছয় মাস পর, তার ওজন কমেছে ২৭ কেজি, আর জীবনও ফিরে পেয়েছে ছন্দ। ‘আমি এখন আগের চেয়ে অনেক বেশি সুখী। ইউটিউবকে এখন পুরো সময়ের পেশা হিসেবে নিতে যাচ্ছি,’—তিনি জানান। তবে অনেক দর্শক তাকে নিখুঁত মনে করলেও তিনি বলেন, বাস্তবতা একেবারে ভিন্ন। ‘অনেকেই ভাবেন আমি সব সময় নিজের লক্ষ্যে পৌঁছাই। শহর পুড়লেও আমি হাঁটতে বের হব। কিন্তু সত্যি বলতে, আমি প্রায়ই ভুল করি।’

তিনি অকপটে স্বীকার করেন, কখনো কখনো ওয়ার্কআউট বাদ পড়ে যায়, কখনো কনটেন্ট তৈরি পিছিয়ে যায়। তবুও, এআই তাকে থেমে যেতে দেয় না। ‘আমি হয়তো লক্ষ্যে পৌঁছাই না সবসময়, কিন্তু সামনে এগিয়ে যাই। জীবন চলতেই থাকে, আমাদেরও চলতে হয়।’

এক সপ্তাহ প্রতিটি লক্ষ্য পূরণের পর নিজেকে খানিকটা বিশ্রাম দেন তিনি, কিন্তু ফলাফল হয় বিপরীত। ‘আমি বার্গার, ফ্রাই, বিয়ার—সবই গোগ্রাসে খেয়ে ফেলি। পরদিন ভাবলাম, যেহেতু নষ্ট করেই ফেলেছি, তাহলে আরেকটু করি। মোটেও ভালো সপ্তাহান্ত ছিল না।’

তখন এআই কোচ আর্থার বলেন, ‘তুমি অলস ছিলে না, কষ্ট করোনি—তুমি কেবল একটা বিরতির জন্য হাঁসফাঁস করছিলে। কিন্তু তোমার জানা ছিল না স্বাস্থ্যকরভাবে বিরতি নেওয়া কেমন হওয়া উচিত।’ এরপর শুরু হয় ‘সচেতন বিশ্রাম’—যেখানে বিশ্রামকে রাখা হয় নিয়ন্ত্রণের মধ্যে, বিশৃঙ্খলার বাইরে।

ওজন কমানোর পথে বড় ধাক্কা আসে যখন তিনি অস্বাস্থ্যকর খাওয়াদাওয়ায় জড়িয়ে পড়েন। তখন আর্থারের নির্দেশে তিনি চলে যান ‘মঙ্ক মোড’-এ। কঠোর নিয়মানুবর্তিতা, কোনও সোডা নয়, মিষ্টি খাবার নয়, অপ্রয়োজনীয় খরচ নয়—শুধু পুষ্টিকর খাবার ও শৃঙ্খলিত অভ্যাস।

তবে পুরোটাই কড়াকড়ি নয়, মাঝেমধ্যে ক্ষুদ্র পুরস্কারও রাখা হয়। ‘আর্থার বলেছিল, যদি বুধবার পর্যন্ত নিয়ম মানি, তাহলে জ্যাকের সঙ্গে এক কাপ কফি খেতে পারব। আর শুক্রবারে থাকত পরিকল্পিত একটি স্বাস্থ্যকর খাবার।’

এআই-এর সাহায্যে তিনি এখন প্রতি সপ্তাহে খাদ্য পরিকল্পনা করেন, নিয়মিত ব্যায়াম করেন এবং অগ্রগতি পর্যবেক্ষণ করেন। বর্তমান রুটিন—সপ্তাহে তিন দিন তিন কিলোমিটার হাঁটা, তিন দিন ওয়েট ট্রেনিং, তিন দিন কোর এক্সারসাইজ, প্রতিদিন ১০–২০ মিনিট স্ট্রেচিং। 


মনোভাবেও পরিবর্তন এনেছে এআই

শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিক দিকেও বড় পরিবর্তন এসেছে। জিমে পরিশ্রম করেও ফল না পেয়ে হতাশ হওয়ার বদলে তিনি শিখেছেন—মন-দেহ একসঙ্গে বোঝা ও কাজ করা জরুরি।

‘প্রতিরোধকে জয় করতে গিয়ে আমাদের মস্তিষ্ককে শত্রু হিসেবে দেখা ঠিক নয়। বরং এটি একটি ব্যবস্থা, যেটিকে বোঝা যায়,’—এই পরামর্শই তাকে দিয়েছে আর্থার।

এখন যখন তিনি মানসিক বা শারীরিক বাধার মুখোমুখি হন, তখন ১০ মিনিট বিরতি নিয়ে নিজেকে পুনর্মূল্যায়ন করেন। তার ভাষায়, ‘এটা সহজ কোনও রুটিন নয়। আমরা কষ্ট করি, তবে ধীরে ধীরে মানসিক দৃঢ়তাও তৈরি করি।’

তিনি বলেন, ‘চ্যাটজিপিটিকে দিয়ে জীবন চালানো আমাকে নিখুঁত করেনি। তবে এটি আমাকে নিয়মিত করেছে। আমাকে শিখিয়েছে—ধাক্কা খেলেও উঠে দাঁড়াতে হয়, এটাই আসল পরিবর্তন।’

দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যভিত্তিক। ওজন কমানো বা শারীরিক কোনো সমস্যায় পড়লে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দুর্নীতিমুক্ত নেতৃত্ব বেছে নেওয়ার সময় এসেছে : এম এ আজিজ Jul 20, 2025
img
আগে সংস্কার পরে নির্বাচন : ফয়জুল করীম Jul 20, 2025
img
শেষ দল হিসেবে এশিয়া কাপে ইরান, একই পটে বাংলাদেশ Jul 20, 2025
img
বয়স মাত্র ১৬, কিন্তু মস্তিষ্ক পাকা! বার্সার নতুন বিস্ময়ের নাম ড্রো Jul 20, 2025
img
সালমানের প্রাক্তন প্রেমিকা সংগীতার বাড়িতে ভাঙচুর Jul 20, 2025
img
রদ্রিগোকে দলে নেওয়ার চেষ্টা বার্সেলোনার, রিয়ালের জবাব ‘অসম্ভব’ Jul 20, 2025
img
সৎ, নীতিবান, পেশাদার, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসাররাই পদোন্নতির দাবিদার : প্রধান উপদেষ্টা Jul 20, 2025
img
যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ, এমওইউ স্বাক্ষর Jul 20, 2025
img
কুমিল্লা-সিলেট মহাসড়কে দীর্ঘ ১৫ কিলোমিটরের যানজট Jul 20, 2025
img
ভাস্কর হামিদুজ্জামান খান আর নেই Jul 20, 2025
img
আহত হননি শাহরুখ, ছড়ানো হয়েছে ভুয়া খবর! Jul 20, 2025
img
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে Jul 20, 2025
img
জুলাই গণ-অভ্যুত্থান সেল গঠন করবে এনসিপি: নাহিদ ইসলাম Jul 20, 2025
img
অসৎ উদ্দেশ্যে কারাগারে আমার ভয়েস রেকর্ড করা হয়েছে : ইনু Jul 20, 2025
img
প্রথম টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে মিশনে নামতে পারে টাইগাররা! Jul 20, 2025
img
শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয় : মির্জা ফখরুল Jul 20, 2025
img
খোঁজ মিলেছে অভিনেত্রী প্রসূনের বাবার! Jul 20, 2025
img
শহীদ পরিবারের সম্মান প্রতিষ্ঠায় সংগ্রাম করছি : নাহিদ ইসলাম Jul 20, 2025
img
৩২ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের পথে আইসিসি Jul 20, 2025
img
বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচন বন্ধের উদ্যোগ Jul 20, 2025