কুলাউড়া সীমান্তে বিএসএফের হাতে আটক ৩ বাংলাদেশি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক তিন বাংলাদেশি চোরাকারবারির সদস্য বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ জুলাই) দুপুরে বিজিবির-৪৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে শরীফপুর ইউনিয়নের হরিপুর সীমান্ত থেকে স্থানীয় সঞ্জরপুর গ্রামের বাসিন্দা আনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০), হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে মাসুক রহমান (২৬) ও তৈয়ব আলীর ছেলে সিপার আহমদ (২৫) নামে তিনজনকে আটক করে নিয়ে যায় বিএসএফ। স্বজনরা বলছেন, সীমান্ত এলাকায় মাছ ধরার সময় চোরাকারবারি সন্দেহে বিএসএফ ওই তিনজনকে আটক করে।

বিএসএফের হাতে আটক মাসুক রহমানের ভাই ময়নুল মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সীমান্তের ভেতরে মাছ শিকার করার সময় ১৫-২০ জন বিএসএফ এসে আমার ভাইসহ আরও দুজনকে আটক করে নিয়ে যায়। আমরা বিষয়টি স্থানীয় বিজিবিকে জানিয়েছি, তারা বলছে বিষয়টি খোঁজ নিয়ে দেখছে।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ২টার দিকে বাংলাদেশি চোরাকারবারিদের ২০ জনের একটি দল শরীফপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৮৫৯/এম সীমান্তের ১ হাজার ৮৫৯ নম্বর মূল খুঁটি দিয়ে ভারতের ২০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়েন। সেখানে তারা চোরাই মালামাল আনার জন্য অপেক্ষায় ছিলেন। একপর্যায়ে বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের স্থানীয় টিলাবাজার ক্যাম্পের টহল দল সেখানে অভিযান চালিয়ে সোহাগ মিয়া, মাসুক রহমান ও সিপার আহমদকে আটক করে।

এ ঘটনায় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে কমান্ড্যান্ট ১৯৯ ব্যাটালিয়ন বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে বিএসএফ কমান্ড্যান্ট ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে ওই ব্যক্তিদের গত ১৮ জুলাই ভারতের ত্রিপুরা রাজ্যের উনোকুটি জেলার ইরানি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে ইরানি থানায় মামলা হয়েছে। এদিকে আটক তিন বাংলাদেশিকে ইরানি থানা পুলিশ আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের (শ্রীমঙ্গল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া গণমাধ্যমকে বলেন, তিন বাংলাদেশিকে বিএসএফের ধরে নেওয়ার বিষয়ে পরিবারের সদস্যদের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি। বিভিন্ন সূত্রে খবর পেয়ে বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিজয়ের ‘কিংডম’-এর হিন্দি রূপ ‘সাম্রাজ্য’, মুক্তি পাচ্ছে এই জুলাইয়ে Jul 20, 2025
img
জিপিএ ৫ এর পেছনে দৌড়াতে-দৌড়াতে শিক্ষাব্যবস্থার ১২টা বেজে গেছে: পররাষ্ট্র উপদেষ্টা Jul 20, 2025
img
চলতি বছর ৩টি যৌথ সামরিক মহড়া চালাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র Jul 20, 2025
গুরুতর আহত কিং খান, চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে Jul 20, 2025
কার্তিক-শ্রীলিলা বিয়ে? জানালেন আসল সত্য Jul 20, 2025
img
জুলাই চেতনাকে সম্মান জানাতেই দ্রুত ডাকসু নির্বাচন: ঢাবি উপাচার্য Jul 20, 2025
মিষ্টিকেই বিয়ে করছেন শাকিব! যা জানালো ভারতীয় সংবাদমাধ্যম Jul 20, 2025
বাবা-মায়ের দূরত্ব ছাপিয়ে ক্যারিয়ারের স্বপ্নে উজ্জ্বল সারা Jul 20, 2025
সড়ক দুর্ঘটনা থেকে ২০ বছরের কোমা, শেষ হলো সৌদি প্রিন্সের অধ্যায় Jul 20, 2025
আগে ফোন দেয়া লাগতো লীগকে, এখন সমন্বয়ককে? Jul 20, 2025
img
কদমতলীতে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড Jul 20, 2025
img
প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনাসহ ২৩ জনের অনুপস্থিতিতেই চলবে বিচার Jul 20, 2025
img
নতুন পরিকল্পনা নিয়ে বন সংরক্ষণে এগিয়ে আসতে হবে : পরিকল্পনা উপদেষ্টা Jul 20, 2025
img
শচীন-অ্যান্ডারসনের নামে ঐতিহাসিক ট্রফি, বিশ্বাসই হচ্ছে না কিংবদন্তি অ্যান্ডারসনের Jul 20, 2025
img
ঠাকুরগাঁও সীমান্তে দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ Jul 20, 2025
img
গভীর রাতে আমাকে তিনি হোটেলে ডাকেন : আফতাব Jul 20, 2025
img
নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: সৈয়দা রিজওয়ানা Jul 20, 2025
img
নিবন্ধনের নথি চেয়ে এনসিপিসহ ৮৩ দলকে চিঠি দেওয়া শুরু ইসির Jul 20, 2025
img
গুলিস্তান ও আজিমপুরে কোনো বাস পোড়ানো হয়নি: ডিএমপি Jul 20, 2025
img
‘এখানে স্থায়ী হয়ে গেলে অবাক হবেন না’ Jul 20, 2025