যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট- আইসিই, বছরের শেষ নাগাদ অভিবাসী আটক ক্ষমতা ৪০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ বেডে নিতে দৌড়ঝাঁপ শুরু করেছে। দেশজুড়ে টেন্ট শিবির নির্মাণে চলছে জোর প্রস্তুতি।
আইসিই সামরিক ঘাঁটি ও নিজস্ব জেলখানায় বড় আকারের টেন্ট শিবির তৈরিতে অগ্রাধিকার দিচ্ছে। টেক্সাস, কলোরাডো, ইন্ডিয়ানা ও নিউ জার্সিতে ইতোমধ্যে চলছে সাইট নির্ধারণের কাজ। মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ব্যক্তিমালিকানাধীন কারাগারের বদলে রিপাবলিকান অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারের পরিচালিত আটককেন্দ্রকে বেশি প্রাধান্য দিচ্ছেন।
কয়েকটি অঙ্গরাজ্য আটককেন্দ্র তৈরির মডেল হিসেবে ব্যবহার করছে ‘অ্যালিগেটর আলকাট্রাজ’ -এর কাঠামো ও পরিকল্পনা। চলতি মাসের শুরুতে মার্কিন সিনেট একটি বাজেট সমন্বয় বিল পাস করেছে, আটককেন্দ্র তৈরির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৫ বিলিয়ন মার্কিন ডলার।
টিকে/