ভারতকে বেশি অর্থ দিয়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে বঞ্চিত করছে আইসিসি: মাইকেল ভন

সম্প্রতি রেডিফিউশনের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, ২০২৩-২৪ অর্থ বছরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আয় করেছে ১০ হাজার কোটি রুপিরও বেশি। এই বিপুল আয়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে এসেছে প্রায় ১ হাজার ৪২ কোটি রুপি, যা মোট রাজস্বের প্রায় ১০.৭০ শতাংশ।


আইসিসি থেকে এর চেয়ে বেশি অর্থ পায় না আর কোনো দল। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর আরও বেশি অর্থ পাওয়া উচিত আইসিসির কাছ থেকে। আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে সব দলেরই লভ্যাংশ কাছাকাছি থাকা উচিত মনে করেন তিনি।  


ভন সম্প্রতি হাজির হয়েছিলেন ‘স্টিক টু ক্রিকেট’ নামের একটি পডকাস্টে। তার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারাও। তিনিও ভনের সঙ্গে একমত হয়েছেন। আগেই জানা গেছে ২০২৩ সালের জুলাইয়ে আইসিসি বোর্ড সভায় ২০২৪-২৭ চক্রের লভ্যাংশ ভাগাভাগির যে মডেল অনুমোদন করা হয়, সেখানে সবচেয়ে বেশি ৩৮.৫০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে ভারতের জন্য।



এর বাইরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দ্বিতীয় সর্বোচ্চ ৬.৮৯ ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তৃতীয় সর্বোচ্চ ৬.২৫ শতাংশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চতুর্থ সর্বোচ্চ ৫.৭৫ শতাংশ হারে লভ্যাংশ পাচ্ছে। বাকি দেশগুলো সেই তুলনায় অনেক পিছিয়ে। তাদের কেউই ৫ শতাংশ পর্যন্ত লভ্যাংশ পাচ্ছে না।

এই বিষয়টি উল্লেখ্য করে ভন বলেন, ‘যে জিনিসটা আমার বাজে লাগে, সেটা হচ্ছে ক্রিকেটের টাকাপয়সা সঠিকভাবে ভাগ হয় না। আইসিসির অনেক টাকা আছে। আমরা যদি ক্রিকেটে দুই স্তরও চালু করি, সবচেয়ে ন্যায্য হচ্ছে ভাগাভাগিটা ঠিক করা। আমি বলছি না যে সবাই একদম সমানে সমান টাকা পাক।'

এরপর ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও শ্রীলঙ্কার উদাহরণ টেনে ভন বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো দলগুলোর ভাগের টাকা আরও বেশি পাওয়া উচিত, যাতে তারা খেলোয়াড়দের আরও বেশি টাকা দিতে পারে। একটা ভালো অঙ্কের অর্থ পেলে এই খেলোয়াড়েরা জাতীয় দলের হয়ে আরও বেশি দিন খেলবেন।’

ভনের কথায় সমর্থন জানিয়ে মাথা নাড়ান লারা। আর আরেক কিংবদন্তি ক্লাইভ লয়েড বলেন, ‘আমি একমত।’ আইসিসি কোন বোর্ডকে কত অর্থ প্রদান করে তা কখনও জনসম্মুখে আনা হয় না। তবে ২০২৩ সালে ক্রিকেটপোর্টাল ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা যায় ২০২৪-২৭ চক্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাচ্ছে আইসিসির লভ্যাংশের ৪.৪৬ শতাংশ। যা ৬০ কোটি মার্কিন ডলার। আইসিসি থেকে বাংলাদেশ বছরে ২ কোটি ৬৭ লাখ ডলারের বেশি পাওয়ার কথা। যা ভারতের তুলনায় অনেক কম।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
টঙ্গীতে আওয়ামী লীগের ২ নেতাসহ গ্রেফতার ৭ Jul 20, 2025
img
এখনই ছোট পর্দায় ফিরছেন না দীপিকা Jul 20, 2025
img
এয়ারপোর্টে স্বামীর গায়ে হাত সোনাক্ষীর, করেন কড়া ভাষায় তিরস্কারও Jul 20, 2025
img
এনসিপি নেতাদের ফেনীতে ঢুকতে না দেয়ার ঘোষণা ছাত্রদল নেতার Jul 20, 2025
img
মিরপুরের উইকেট সম্পর্কে আমরা জানি, ৯ বছর পর পাকিস্তানকে হারিয়ে লিটন Jul 20, 2025
ভিন্নমতের দলগুলোকে নিয়ে রেইনবো স্টেট করতে চায় বিএনপি Jul 20, 2025
img
দুই নম্বর নেতার কাছে দেশ কখনো ১ নম্বর হতে পারে না : ফয়জুল করীম Jul 20, 2025
img
ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় মস্কোজুড়ে বিমানবন্দর বন্ধ Jul 20, 2025
img
হঠাৎ মাথায় লাল দাগওয়ালা ছবির ট্রেন্ড, জানা গেল রহস্য Jul 20, 2025
img
মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যারা রাজনৈতিক ফায়দা নিয়েছে, তারাই এখন বাইরে আছে : সালাউদ্দিন Jul 20, 2025
img
চন্দ্র বরোতের মৃত্যুতে অমিতাভের শেষ শ্রদ্ধা Jul 20, 2025
img
স্মৃতি ধরে রাখা আসলে হৃদয়ের ব্যাপার: মেহের আফরোজ শাওন Jul 20, 2025
img
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমতি বাতিলের দাবি Jul 20, 2025
img
মধ্যরাতে মদ্যপ অবস্থায় মারামারি, আটক নোবেল Jul 20, 2025
img
একই ব্যক্তি তিনটি গুরুত্বপূর্ণ পদে থাকায় বাংলাদেশে কখনও বিকল্প নেতৃত্ব তৈরি হয় না: আদিব Jul 20, 2025
img
‘কোল্ডপ্লে’র কনসার্টের স্ক্রিনে ঘনিষ্ঠ দৃশ্য, চাকরি গেল সিইও বাইরনের Jul 20, 2025
img
বাড়ির সামনে ক্ষিপ্ত অমিতাভ, খোঁচা শুনে জবাব না দিয়ে হেঁটে গেলেন Jul 20, 2025
img
নতুন মুখ নিয়ে তৈরি ‘সাইয়ারা’র দুই দিনের আয় ৬৫ কোটি Jul 20, 2025
img
পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করল টাইগাররা Jul 20, 2025
হাসিনা সরকারের ঘনিষ্ঠদের যুক্তরাজ্যে সম্পত্তি হস্তান্তরের হিড়িক: গার্ডিয়ান Jul 20, 2025