আজারবাইজানে ঐতিহাসিক মসজিদের উদ্বোধন, দেড়শ বছর পর চালু

আজারবাইজানের আগদামে পুনরুজ্জীবিত করা হয়েছে দেড়শ বছরের পুরোনো এক মসজিদ। গত শুক্রবার (১৮ জুলাই) ঐতিহাসিক জিয়াসলি মসজিদটির পুনর্নির্মিত সংস্করণের উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। দীর্ঘদিন পর ঐতিহাসিক এই মসজিদটি আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে নামাজি ও দর্শনার্থীদের জন্য।

প্রেসিডেন্টের সামনে মসজিদের সংস্কার প্রকল্পের বিভিন্ন দিক উপস্থাপন করেন তার সহকারী আনার আলি আকবরভ। তিনি বলেন, মসজিদটির মূল স্থাপত্যশৈলীর প্রতি সম্মান রেখেই ব্যাপক প্রচেষ্টার মাধ্যমে এটি পুনর্নির্মাণ করা হয়েছে।

এই পূর্ণাঙ্গ সংস্কারকাজ শুরু হয় ২০২২ সালে, হেইদার আলিয়েভ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে। কাজের সময় আর্কাইভচিত্র, ভিডিও এবং পুরাতন নথিপত্র ব্যবহার করে যথাসম্ভব নির্ভুলভাবে ঐতিহাসিক নিদর্শন পুনঃস্থাপন নিশ্চিত করা হয়। মসজিদের দক্ষিণ পাশে অবস্থিত দুইটি মিনার পুনর্নির্মাণ করা হয় ভিতরে সংরক্ষিত সর্পিল সিঁড়ির অবকাঠামো ঠিক রাখার ভিত্তিতে।

পাশাপাশি ঢালু পাথরের স্তম্ভগুলোও বিশেষ যন্ত্রপাতির সাহায্যে মেরামত করা হয়। ক্ষতিগ্রস্ত গম্বুজ ও মিহরাবও পুনরায় ঠিক করা হয়েছে।

মসজিদের বাইরের প্রাচীর পরিষ্কারে ব্যবহার করা হয়েছে বিশেষ রাসায়নিক উপাদান। সেইসঙ্গে পুরনো পাথরগুলো পুনরায় স্থাপন করা হয় আগের নকশা অনুযায়ী। এতে মসজিদের ঐতিহাসিক ঐতিহ্য এবং স্থাপত্যরীতি আবারও ফুটে ওঠে।

ভবিষ্যতে মসজিদটিকে একটি কার্যকর ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য এর চারপাশে কিছু সহায়ক ভবনও নির্মাণ করা হয়েছে। 

উল্লেখ্য, ২০০১ সাল থেকেই জিয়াসলি মসজিদকে একটি স্থানীয় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্মারক হিসেবে ঘোষণা করে আজারবাইজানের মন্ত্রিসভা। বর্তমান সময়ে এটি আগদাম অঞ্চলে ইসলামী পরিচয়ের একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে।

আগতাম শহরের এই মসজিদটি নির্মিত হয় ১৯ শতকে। আজারবাইজানের প্রখ্যাত স্থপতি কারবালাই সাফিখান কারাবাগির ডিজাইন অনুসারে ১৮৬৮-৭০ সালের মধ্যে নির্মিত হয় এটি। ১৯৯৩ সালে আর্মেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায় আগদাম শহরটি এবং তখন থেকেই শহরটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়ে পড়ে।

আগদাম মসজিদ ছিল কারাবাখ অঞ্চলের একমাত্র মসজিদ, যা পুরোপুরি ধ্বংস না হয়ে টিকে ছিল, যদিও এটি ভয়াবহ অবমাননার শিকার হয়। কিছু সূত্রে বলা হয়, সেখানে পশুপালনের মতো কার্যক্রমও পরিচালনা করেছে আর্মেনীয় কর্তৃপক্ষ।

২০২০ সালের দ্বিতীয় নাগোর্নো-কারাবাখ যুদ্ধের পরে আজারবাইজান যখন আগদাম পুনরুদ্ধার করে, তখন থেকেই মসজিদটির পুনর্নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। পুনর্নির্মাণ কাজ ২০২২ সালে শুরু হয় এবং এটি সম্পূর্ণ হয় ২০২৪ সালের মাঝামাঝি। মসজিদটির সংস্কার কাজের সময় মূল স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণের ওপর জোর দেয় আজারবাইজান সরকার।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
টঙ্গীতে আওয়ামী লীগের ২ নেতাসহ গ্রেফতার ৭ Jul 20, 2025
img
এখনই ছোট পর্দায় ফিরছেন না দীপিকা Jul 20, 2025
img
এয়ারপোর্টে স্বামীর গায়ে হাত সোনাক্ষীর, করেন কড়া ভাষায় তিরস্কারও Jul 20, 2025
img
এনসিপি নেতাদের ফেনীতে ঢুকতে না দেয়ার ঘোষণা ছাত্রদল নেতার Jul 20, 2025
img
মিরপুরের উইকেট সম্পর্কে আমরা জানি, ৯ বছর পর পাকিস্তানকে হারিয়ে লিটন Jul 20, 2025
ভিন্নমতের দলগুলোকে নিয়ে রেইনবো স্টেট করতে চায় বিএনপি Jul 20, 2025
img
দুই নম্বর নেতার কাছে দেশ কখনো ১ নম্বর হতে পারে না : ফয়জুল করীম Jul 20, 2025
img
ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় মস্কোজুড়ে বিমানবন্দর বন্ধ Jul 20, 2025
img
হঠাৎ মাথায় লাল দাগওয়ালা ছবির ট্রেন্ড, জানা গেল রহস্য Jul 20, 2025
img
মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যারা রাজনৈতিক ফায়দা নিয়েছে, তারাই এখন বাইরে আছে : সালাউদ্দিন Jul 20, 2025
img
চন্দ্র বরোতের মৃত্যুতে অমিতাভের শেষ শ্রদ্ধা Jul 20, 2025
img
স্মৃতি ধরে রাখা আসলে হৃদয়ের ব্যাপার: মেহের আফরোজ শাওন Jul 20, 2025
img
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমতি বাতিলের দাবি Jul 20, 2025
img
মধ্যরাতে মদ্যপ অবস্থায় মারামারি, আটক নোবেল Jul 20, 2025
img
একই ব্যক্তি তিনটি গুরুত্বপূর্ণ পদে থাকায় বাংলাদেশে কখনও বিকল্প নেতৃত্ব তৈরি হয় না: আদিব Jul 20, 2025
img
‘কোল্ডপ্লে’র কনসার্টের স্ক্রিনে ঘনিষ্ঠ দৃশ্য, চাকরি গেল সিইও বাইরনের Jul 20, 2025
img
বাড়ির সামনে ক্ষিপ্ত অমিতাভ, খোঁচা শুনে জবাব না দিয়ে হেঁটে গেলেন Jul 20, 2025
img
নতুন মুখ নিয়ে তৈরি ‘সাইয়ারা’র দুই দিনের আয় ৬৫ কোটি Jul 20, 2025
img
পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করল টাইগাররা Jul 20, 2025
হাসিনা সরকারের ঘনিষ্ঠদের যুক্তরাজ্যে সম্পত্তি হস্তান্তরের হিড়িক: গার্ডিয়ান Jul 20, 2025