চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) রাতে চট্টগ্রাম মহানগরীর দুই নম্বর গেটস্থ বিপ্লব উদ্যানে জুলাই পদযাত্রার সমাবেশ শেষে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পদযাত্রা শেষে এনসিপির নেতাকর্মীরা যখন সমাবেশ শেষে নেমে যাচ্ছিলো তখন এক নারী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এ সময় নাহিদ ইসলাম চলে যাওয়ার সময় একটু ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এর আগে সন্ধ্যায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পদযাত্রা ও সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব তাসনীম জারা, এনসিপির যুগ্ম সদস্য সচিব আখতার হোসেন প্রমুখ।