জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদেরকে ফেনীতে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুর আলম সোহাগ। রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
বক্তব্যে সোহাগ নুর বলেন, নব্য রাজনৈতিক দলের আনকোরা এক নেতা, যে বয়সে আমার চেয়েও ছোট, সে আমাদের প্রাণের নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে। যদি সোমবার ফেনীতে এনসিপির সমাবেশের আগে তাদের নেতারা প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে তাদের ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি বলেন, এ দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের। এ দেশে বাস করতে হলে জিয়া পরিবারের প্রতি শ্রদ্ধা-সম্মান রেখে থাকতে হবে। আপনারা জুলাইকে বিক্রির প্রক্রিয়া শুরু করেছেন। আপনারা ঢাকায় নেতৃত্ব দিয়েছেন, তৃণমূলে আমরা নেতৃত্ব দিয়েছি। জুলাই শুধু আপনাদের একার নয়, এটি গণমানুষের। যদি মুক্তিযুদ্ধের মতো একপাক্ষিক করার চেষ্টা চালিয়ে যান, তাহলে এ দেশের মানুষ আপনাদেরও বয়কট করবে।
তবে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে সোমবার (২১ জুলাই) ফেনীতে এনসিপির সমাবেশ প্রতিহত করা হবে। এর সঙ্গে ফেনী জেলা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। এসব গুজব যারা ছড়াচ্ছে আমরা দ্রুত তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমাদের ধারণা তারা ফ্যাসিস্টদের দোসর। মিথ্যা, গুজব ছড়িয়ে শান্ত ফেনীকে অশান্ত করার পাঁয়তারা করছে।
ফেনী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কেউ যদি এ ব্যাপারে কোনো উসকানিমূলক মতামত দেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ইউটি/টিএ