আর্সেনালের মন ভাঙতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্পোর্টিং লিসবনের সুইডিশ তারকা ভিক্টর গিয়করেজকে রীতিমত ছিনতাই করছে রেড ডেভিলস। গানাররা চুক্তির খুব কাছে গেলেও, গণমাধ্যমে খবর পর্তুগিজ ক্লাবটির চাহিদামতো ৭০ মিলিয়ন ইউরোতেই তাকে দলে ভেড়াচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড।
পর্তুগাল ছেড়ে ইংল্যান্ডে আসছেন ভিক্টর গিয়করেজ এটা শতভাগ নিশ্চিত। স্পোটিং লিসবনে সুইডিশ তারকা আর থাকছেন না এ জন্য যোগ দেননি প্রি-সিজন ক্যাম্পেও। কিন্তু তার পরবর্তী গন্তব্য কোথায়? আর্সেনাল না'কি ম্যানচেস্টার ইউনাইটেড।
গতকাল পর্যন্তও খবর ছিলো ঠিকঠাক। লিসবন ছেড়ে আর্সেনালেই ঠিকানা বদল হচ্ছে ভিক্টরের। দুই ক্লাবের মধ্যে আলোচনা চলে গিয়েছিলো ফাইনাল স্টেজে। কেবল দরকষাকষি চলছিলো স্পোর্টিং লিসবনের চাওয়া ৭০ মিলিয়ন ইউরো নিয়ে। যেখানে আর্সেনাল খরচ করতে রাজি ৬৩.৫ মিলিয়ন। তবে এতদূর গিয়েও খালি হাতেই ফিরতে হচ্ছে গানারদের।
গণমাধ্যমে খবর, এই ডিলে তৃতীয় পক্ষ হিসেবে প্রবেশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের চাওয়া একজন পারফক্টে নাম্বার নাইন। গেল মৌসুমে যার পারফর্ম করেছেন ভিক্টর গিয়করেজ তাতে টাকার দিকে তাকাচ্ছে না রেড ডেভিলস কর্তৃপক্ষ। ফলে ভাঙছে আর্সেনালের মন, গিয়করেজ ছিনতাই হয়ে আসছেন ম্যানচেস্টারে।
এদিকে, কেভিন ডে ব্রুইনার পর আরোও একজন ট্রেবল উইনারকে হারাচ্ছে ম্যানচেস্টার সিটি। গোলকিপাল এডারসনকে বিক্রি করে দিচ্ছে সিটিজেনরা। তবে যে দামে তাকে তার্কিশ ক্লাব গালাতাসারায়ের কাছে বিক্রি করছে ম্যানসিটি, তাতে বোঝা যায় এডারসনকে রাখার বিষয়ে তাদের নেই কোনো আগ্রহ।
এই ব্রাজিলিয়ানকে পেতে মাত্র ৩ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে গালাতাসারায়। আর তাতেই রাজি হয়ে গেছে ম্যানসিটি। গেল মৌসুম বাজে কাটানোর পর সব কিছু ঢেলে সাজাচ্ছেন পেপ গার্দিওলা। যে পরিকল্পনায় নেই এডারসন। তার জায়গায় বার্নলে গোলরক্ষক জেমন ট্র্যাফোর্ডকে টার্গেট করেছে সিটিজেনরা।
এমআর/টিকে