গত পরশু রাতে পুলিশের হাতে আটক হয়েছিলেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। পরে অবশ্য পুলিশ ছেড়েও দেয় তাকে। এসময় নোবেলের সঙ্গে ছিলেন তার প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ, এমন খবর ছড়িয়ে পড়ে। তবে এ খবরটি ভুয়া দাবি করে প্রতিবাদ করেছেন সালসাবিল মাহমুদ।
এক ভিডিও বার্তায় তিনি প্রতিবাদ জানিয়েছেন।
এ বিষয়ে রবিবার দুপুরে সালসাবিল গণমাধ্যমকে বলেন, ‘আমি নোবেলের সঙ্গে ছিলাম না। আমি সারারাত ঘুমাচ্ছিলাম। সকালে উঠে দেখি আমি নাকি নোবলের সঙ্গে মদ্যপ অবস্থায় ছিলাম, সেই অবস্থায় নাকি পুলিশের হাতে আটক ছিলাম।
এমন খবর ছড়িয়ে পড়ায় আমার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। আমার আত্মীয় স্বজন সকলেই আমাকে ফোন করে জানতে চাচ্ছে আমি ছাড়া পেয়েছি না। এটা আমার জন্য খুবই বিব্রতকঅর সংবাদ, আমি নোবেলের সঙ্গে ছিলাম না।’
সোশ্যাল মিডিয়ায় তাকে উল্লেখ করে শুরু হয় তর্ক বিতর্ক। যার প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। গতকাল আরেকটি ফেসবুক স্ট্যাটাসে এ ধরনের অপপ্রচার বন্ধ করার আহ্বানও জানান তিনি।
সালসাবিল তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘একজন মানুষ হ্যালুসিনেট করে আমার নাম বলসে, নাম ধরে চিৎকার করসে— এর মানে এই না যে আমি তখন ওর সাথেই ছিলাম। দয়া করে অপপ্রচার বন্ধ করুন।
আমার কাছের মানুষরাই এখন আমাকে বিশ্বাস করছে না।’
সালসাবিলের পোস্টে মন্তব্য করতে দেখা গেছে অনুরাগীদের। কেউ লিখেছেন, ‘আমি যত টা জানি, তুমি অনেক ভালো একটা মেয়ে । মিডিয়া হয়তো না জেনেই তোমার নামটা লিখেছে। তুমি তোমার জায়গা থেকে জানিয়ে দিয়েছো। ব্যাপারটা এখানেই শেষ।’ কারো মন্তব্য, ‘আমরা আপনাকে বিশ্বাস করি।’
শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে রাজধানীর কল্যাণপুর এলাকায় এক উবারচালককে মারধর করার অভিযোগে নোবেলকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিরপুর মডেল থানা পুলিশ আটক করেছিল। ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়।
পিএ/টিকে