গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, এমন অবস্থা বাংলাদেশে ঘটেনি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তিনি বলেছেন, সাঁজোয়া যানের ভেতরে ঢুকিয়ে এনসিপি নেতাদের উদ্ধার করতে হয়েছে। এ রকম দুর্বিষহ অবস্থা বাংলাদেশে ঘটেনি। গোপালগঞ্জ শহরে যদি এই অবস্থা হয়, টুঙ্গিপাড়ায় হলে ভয়াবহতা কোন পর্যায়ে যেত?
নিজের ইউটিউব চ্যানলে প্রকাশ করা এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
সাবেক এই সংসদ সদস্য বলেন, গোপালগঞ্জে গিয়ে এনসিপি নেতারা মুজিববাদ নিয়ে যখন কথাবার্তা বললেন, তখন এটার যে সহিংসতা, উন্মত্ততা, সন্ত্রাস কোন পর্যায়ে গেল যে চারজনকে সরাসরি গুলি করে মেরে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। যারা সেখানে গিয়েছেন, তাদের নজিরবিহীন নিরাপত্তা দিয়ে ওখান থেকে সরিয়ে আনতে হয়েছে।
রনি বলেন, আগামীতে যদি এই কাজ করার কারো ইচ্ছা থাকে, সেটা কোন পর্যায়ে যেতে পারে সেটা আমাদের মাথায় রাখতে হবে। এর সঙ্গে এটাও মাথায় রাখতে হবে রাজনৈতিক ক্ষমতা এত বেশি প্রবল, রাষ্ট্র ক্ষমতার সঙ্গে কেউ পারে না।
পিএ/টিকে