টি-টোয়েন্টি ক্রিকেটে সবশেষ কয়েকটি সিরিজে নিয়মিত খেলছেন পারভেজ হোসেন ইমন। প্রতি ম্যাচে রান করতে না পারলেও এই ওপেনার নিজের সক্ষমতার প্রমাণ রেখে চলেছেন। তবে ইমনের দাবি, তার নজর শুধুই বর্তমানে। এ ছাড়া তানজিদ তামিমের সঙ্গে ওপেনিং জুটি নিয়েও কথা বলেছেন এই বাঁ-হাতি ব্যাটার।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে ইমন বলেন, ‘আমি আসলে বর্তমানে থাকার চেষ্টা করছি। আগেরটা শ্রীলঙ্কাতে শেষ হয়ে গেছে। আমার ফোকাস ছিল এই সিরিজে। নেক্সট বল কী হবে সেটাই ভেবেছি সবসময়। শেষ সিরিজ ভালো খেলে এসেছি শ্রীলঙ্কা থেকে। তাই সবাই অনেক আত্মবিশ্বাসী। চেষ্টা করছি এই আত্মবিশ্বাসটা ধরে রাখার।’
সাম্প্রতিক সময়ে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম এবং ইমনের জুটিটা বেশ জমেছে। দুজনের মধ্যে যেকোনো একজন একেকদিন রান করছেন। এই প্রসঙ্গে ইমন বলেছেন, ‘অবশ্যই, আপনারা যদি বলেন ভালো (হাসি)। একজন না একজনকে খেলতেই হবে। টি-টোয়েন্টিতে যেদিন যে সেট হয় সে এমন ইনিংস খেলতে পারলে ভালো।’
পাকিস্তানের রান তাড়ায় শুরুতেই বাংলাদেশ ৭ রানেই ২ উইকেট হারায়। এরপর তাওহীদ হৃদয়ের সঙ্গে ম্যাচের লাগাম নেওয়া জুটি নিয়ে ইমন বলন, ‘(বড়) জুটি গড়ার চেষ্টা করেছি।
ইনটেন্ট ভালোই ছিল। ইনটেন্ট ভালো রেখে রিস্ক কম নিয়ে যত খেলা যায়। যখন ব্যাক টু ব্যাক উইকেট আসে (পড়ে), যেকোনো দল চাপে পড়ে যায়। আমাদের প্ল্যান থাকে ছোট ছোট জুটি গড়ার। ইনটেন্ট ঠিকই থাকবে, ছোট জুটি গড়ে ইনিংস তৈরি করার।’
পাকিস্তানি বোলারদের বিপক্ষে ব্যাটিং সহজ ছিল কি না এমন প্রশ্নে ইমনের জবাব, ‘ভালো করলে আসলে সবার কাছেই সহজ মনে হয় (হাসি)। ওরাও আন্তর্জাতিক ম্যাচ খেলতেছে। সবাই অভিজ্ঞ। এখানে অনেক অভিজ্ঞ বোলার আছে। ভালোই করছে তারাও। (পাকিস্তান সহজ প্রতিপক্ষ কি না) এটা আমি চিন্তা করি নাই কখনও।’
পিএ/টিকে