নভেম্বরে বাংলাদেশেই আয়োজিত হবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের ভেন্যু পরিদর্শন করে এমনটা জানিয়েছেন বিশ্ব আর্চারি ফেডারেশনের সেক্রেটারি জেনারেল টম ডিলান। যদিও অ্যাডহক কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আর্চারি ফেডারেশনের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কী কথা হয়েছে, তা খোলাসা করেননি তিনি।
গেল মার্চেই বড় রদবদল আসে বাংলাদেশ আর্চারি ফেডারেশনে। নির্বাচিত কমিটি বাদ করে নতুন অ্যাডহক কমিটি দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে এই কমিটি কীভাবে গঠিত হল তার ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে চিঠি দিয়েছিল বিশ্ব আর্চারি ফেডারেশন।
নির্বাচিত কমিটির পরিবর্তে সিলেক্টিভ অ্যাডহক কমিটির অধীনে নভেম্বরে বাংলাদেশে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজন নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। তবে বিশ্ব আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক ডিলান জানালেন নভেম্বরে বাংলাদেশেই বসবে এই আসর। টুর্নামেন্টের সময়কাল ৭ থেকৈ ১৫ নভেম্বর।
ডিলান বলেন, ‘নভেম্বরে এশিয়ান আর্চারি টুর্নামেন্ট বাংলাদেশেই হবে। টুর্নামেন্ট যে ভেন্যুতে হবে আমি সেখানে গিয়েছি এবং দেখেছি। আমার মনে হয় এটা ভালো ভেন্যু। তবে এই আসরে কারা আসবে আর কারা আসবে না তা নির্ভর করছে বাংলাদেশের ওপর। বাংলাদেশের আর্চারি কমিটি নিয়ে আমি এখন কিছুই বলব না। চলমান কমিটির সঙ্গে আমাদের কথা হচ্ছে। আশা করি খুব দ্রুতই একটি ফলাফল আপনারা জানতে পারবেন।’
অতীতে বাংলাদেশ দুইবার এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে। নভেম্বরেও বাংলাদেশ সফলভাবে আয়োজন করবে বলে আশা প্রকাশ করেন এশিয়ান আর্চারি ফেডারেশনের সহসভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।
এমআর/টিকে