বলিউডে মুক্তি পাচ্ছে নীতেশ তিওয়ারির পরিচালিত সিনেমা ‘রামায়ণ’। সিনেমাটিতে অভিনয় করছেন অভিনেতা রণবীর কাপুর। ইতোমধ্যে রণবীরকে রামায়ণের রূপে দেখে দর্শকেদেরও উন্মাদনা বেড়েছে। তবে অনেকেই হয়তো জানেন না, রণবীরের বহু আগেই রামের চরিত্রে অভিনয়ের কথা হয়েছিল বলিউড সুপারস্টার সালমান খানের।
১৯৯০ সালের দিকে সোহেল খানের পরিচালনায় রামায়ণ অবলম্বনে একটি ছবি তৈরির পরিকল্পনা করা হয়, যেখানে রামের চরিত্রে অভিনয় করার কথা ছিল সালমানের। সীতার ভূমিকায় ভাবা হয়েছিল সোনালি বেন্দ্রেকে, আর আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন পূজা ভাট। এই ছবির শুটিং চলাকালেই পূজা ও সোহেলের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরে সেলিম খানের আপত্তির কারণে ভেঙে যায়। এবং সেখান থেকেই শুরু হয় সমস্যার সূত্রপাত।
শোনা যায়, ছবির একটা বড় অংশের শুটিংও হয়ে গিয়েছিল, এমনকি রামের সাজে ছবির প্রচারও শুরু করেছিলেন সালমান। তবে পূজা-সোহেলের সম্পর্কের টানাপোড়েনের জেরে আচমকাই থেমে যায় প্রজেক্টটি। দর্শকদের জন্য সালমানের রাম হয়ে ওঠার স্বপ্নটা তাই অধরাই থেকে যায়।
অন্যদিকে, সেই পুরনো অধ্যায় পেরিয়ে এখন ইতিহাস গড়তে চলেছে নতুন ‘রামায়ণ’'। যেখানে রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, সীতায় সাই পল্লবী, রাবণে যশ এবং হনুমানে সানি দেওল। সব কিছু পরিকল্পনামাফিক চললে ২০২৬ সালের দিওয়ালিতে মুক্তি পেতে পারে ছবিটি।
এই ছবির বাজেটও রীতিমতো তাক লাগানো। প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ৪,০০০ কোটি রুপির বেশি বাজেট নিয়ে তৈরি হচ্ছে এই মহা-প্রজেক্ট। বলাই যায়, নির্মাণের দিক থেকে এটি হতে চলেছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবি।
পিএ/টিকে