ভারতের বেসরকারি বিমানসংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি ৪০ মিনিট ধরে আকাশে চক্কর দিয়েছে। ফ্লাইটটি ভারতের তিরুপতি থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল। এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে ইন্ডিগোর ফ্লাইট ৬ই ৬৫৯১ তিরুপতি থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর ফ্লাইটটি প্রায় ৪০ মিনিট ধরে আকাশে চক্কর দেয়। পরবর্তীতে, বিমানটিকে নিরাপদে তিরুপতি বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।
যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে পাইলট বিমানটিকে ঘুরিয়ে তিরুপতিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। এই ঘটনায় কোনো যাত্রী আহত হননি বলে জানা গেছে। যাত্রীদের জন্য পরবর্তীতে আরেকটি ফ্লাইটের ব্যবস্থা করা হয়।
ফ্লাইট রাডারের একটি ফ্লাইট রুটে দেখা গেছে যে বিমানটি তিরুপতির ভেঙ্কটগিরি শহরে পৌঁছানোর পর ইউটার্ন নেয়। এরপর বিমানটি প্রায় ৪০ মিনিট ধরে আকাশে চক্কর দিয়ে তিরুপতি বিমানবন্দরে ফিরে আসে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, যাত্রীদের সঙ্গে বিমান সংস্থার কর্মীদের ফ্লাইটের সময়সূচী পরিবর্তন নিয়ে বাকবিতণ্ডা হচ্ছে।
এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইন্ডিগো।
সূত্র : এনডিটিভি।
পিএ/টিকে