রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি।
এতে কতজন আহত হয়েছেন বা কেউ নিহত হয়েছেন কি না সে সম্পর্কে নিশ্চিত করে এখনও জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্টভাবে এখনই বলা সম্ভব হচ্ছে কতজন হতাহত হয়েছেন। তবে অনেক হতাহত হয়েছেন। আহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠানোকে জোর দিয়ে কাজ করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
বিমানটি উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিধ্বস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে।
এসব ভিডিও সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে এতে বহুজনকে স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখা গেছে। বেশ কজনকে হেলিকপ্টারে সিএমএইচে নেওয়া হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
এমআর/টিকে