তিন দিন আগে ছিল বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে পরিবারের সঙ্গে এই নায়িকা ঘুরতে গিয়েছেন বাহামাতে। সেখানেই জন্মদিন উদযাপন করেছেন।
উদযাপনের বেশ কিছু ছবি এবং ভিডিও তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সোশ্যালে।
সেগুলো শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘এখন পর্যন্ত সেরা জন্মদিনের ভ্রমণ’।
বাহামা থেকে শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটিতে নৌকায় লাল পোশাক পরে পোজ দিতে দেখা গেছে নায়িকাকে। আর একটিতে লাল বিকিনি পরে সমুদ্র সৈকতে পোজ দিয়েছেন তিনি। সেইসঙ্গে ভিডিওতে, প্রিয়াঙ্কাকে তার স্বামী তথা গায়ক নিক জোনাসের সঙ্গে দেখা গেছে।
তাছাড়াও সমুদ্র সৈকতে হাঁটার, জলে আরাম করার এবং সূর্যাস্তের সময় সেলফি তোলার ছবিও পোস্ট করেছেন তিনি।
এছাড়াও ভিডিওতে, প্রিয়াঙ্কাকে পানিতে দোলনায় চড়তে দেখা গেছে। দোলনায় দোল খেতে খেতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমি লাফ দেব’। নিককে তাঁর পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
একটি ছবিতে, প্রিয়াঙ্কা এবং নিকের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে তাঁর বাবা-মায়ের মাঝখানে বসে থাকতে দেখা গেছে। সেই ছবিতেই ছোট্ট মালতি হাত দিয়ে তার মুখ ঢেকে রেখেছিল।
এদিকে সম্প্রতি প্রিয়াঙ্কাকে ইদ্রিস এলবা এবং জন সিনার সঙ্গে 'হেডস অফ স্টেট' ছবিতে দেখা গেছে। সামনে প্রিয়াঙ্কাকে ওয়েব সিরিজ সিটাডেলের দ্বিতীয় সিজনে দেখা যাবে।
এমকে/এসএন