বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন পাইলট: আইএসপিআর

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। একইসঙ্গে এ ঘটনায় বিমান বাহিনীর একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে সংবাদ মাধ্যমে আইএসপিআরের পরিচালকের পক্ষে সহকারী পরিচালক আয়শা ছিদ্দিকার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় (যার বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে)। দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।

এতে আরও বলা হয়, এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন। আহত সকলকে বিমান বাহিনীর হেলিকপ্টারসহ অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসাসহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে। বিমান বাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাইরে থাকায়, সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

সেনাবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগসহ সামরিক বাহিনীর এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক চেষ্টা করছে।

দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনায় নিহতের সংখ্যা কত তা এখনো পরিষ্কার নয়। তবে বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিস জানিয়েছে এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছে।

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ইউক্রেনে পাইলট ইজেক্ট করার পর মিরাজ ২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত Jul 23, 2025
img
শেইফার্টের দুর্দান্ত ব্যাটিংয়ে দ. আফ্রিকার বিপক্ষে সহজ জয় নিউজিল্যান্ডের Jul 23, 2025
img
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় Jul 23, 2025
img
দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে ইংল্যান্ড Jul 23, 2025
img
মুনির আলমকে ঘিরেই রহস্যে মোড়া ‘রক্তবীজ ২’-এর গল্প Jul 23, 2025
img
এবার ডেমোক্র্যাট প্রার্থী মামদানির সমালোচনা করেন নেতানিয়াহু Jul 23, 2025
আপনার নামাজ না পড়ার আসল কারণ | ইসলামিক জ্ঞান Jul 23, 2025
পার্লামেন্টের চেয়ারে বসলেই কি কমন সেন্স হারিয়ে যায়, প্রশ্ন সালমান মুক্তাদিরের Jul 23, 2025
img
তাজউদ্দীন আহমদের জন্মশতবার্ষিকী আজ Jul 23, 2025
img
রক কিংবদন্তি ওজি ওসবার্ন আর নেই Jul 23, 2025
img
নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫ Jul 23, 2025
img
চাল ভেঙে ঘরে পড়ে যান পাইলট তৌকির Jul 23, 2025
img
ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি : সেনাপ্রধান ইয়াল জামির Jul 23, 2025
img
ফুটবল বিশ্বকাপের পর এবার অলিম্পিক আয়োজন করতে চায় কাতার Jul 23, 2025
img
বোয়িংয়ের জ্বালানির সুইচে সমস্যা নেই, জানালো এয়ার ইন্ডিয়া Jul 23, 2025
img
নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর মোকাবিলায়ও কাজ করছে বিমসটেক: মহাসচিব ইন্দ্রমণি পান্ডে Jul 23, 2025
img
ম‍্যাম মাহেরীন জিতিয়ে গেলেন শিক্ষকতার মত মহান পেশাকে: আসিফ আকবর Jul 23, 2025
img
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা এখন বাংলাদেশের পরবর্তী লক্ষ্য Jul 23, 2025
img
ফের বিশ্বব্যাপী ছড়াচ্ছে চিকুনগুনিয়া Jul 23, 2025
img
রাসেলের বিদায়ী টি-টোয়েন্টি ম্যাচে সহজ জয় অস্ট্রেলিয়ার Jul 23, 2025