নারীদের ইউরোর প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (২২ জুলাই) মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও স্পেন। নাটকীয় এই ম্যাচে অতিরিক্ত সময়ে ২-১ গোলে জয় পেয়েছে ইংল্যান্ড। তবে ম্যাচে ইংল্যান্ড কীভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা স্কোর লাইন দেখলে বুঝা যাবে না।
সুইজারল্যান্ডের জেনেভায় ম্যাচের ৩৩তম মিনিটে বারবারা বোনানসির গোলে এগিয়ে যায় ইতালি। এরপর পুরো ম্যাচের একের পর এক চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিল না ইংলিশ নারীরা। নির্ধারিত সময়ের পর ৭ মিনিটে বাড়ানো হয়। আর তখনই ইংল্যান্ড পায় তাদের প্রত্যাশিত গোল।
নব্বই মিনিটের পর বাড়ানো সময়ের ষষ্ঠ মিনিটে মিশেল আগিয়েমাং গোল করে ম্যাচে সমতায় আনলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও দেখা মেলে চমকের। ম্যাচটা যখন টাইব্রেকারে যাওয়ার অপেক্ষায়, তখনই ম্যাচের ১১৯ মিনিটে বদলি খেলোয়াড় ক্লোয়ি কেলির গোল হৃদয় ভাঙে ইতালির। ম্যাচের বেশিরভাগ সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে বিদায় নিতে হয় ইতালিয়ানদের।
এদিকে ইতালিকে বিদায় করে টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে উঠলো ইংল্যান্ড। বুধবার (২৩ জুলাই) রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মানি ও স্পেন। এই ম্যাচে জয়ী দল আগামী রোববার (২৭ জুলাই) বাসেলের ফাইনালে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।
২০২২ সালে জার্মানিকে হারিয়ে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। এবার কি শিরোপা ধরে রাখতে পারবে ইংলিশ নারীরা? এটা আগামী রোববারই জানা যাবে।
এমকে/এসএন