রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমানটি উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ভারী ক্ষমতাসম্পন্ন ক্রেন।
সোমবার (২১ জুলাই) দুপুরে দুর্ঘটনার পর বিকেলের দিকে বিমানটির অবশিষ্ট অংশ উদ্ধারে শুরু হয় অভিযান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি কলেজ ভবনের ছাদে আঘাত হানার পর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দীর্ঘ সময় অভিযান চালায়। এরপর সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে যোগ দেন।
দুর্ঘটনায় ভবনের যে অংশে বিমানটি আঘাত হানে, সেখানে ব্যাপক ধ্বংসস্তূপের সৃষ্টি হয়। ধসেপড়া ভবনের অংশবিশেষ এবং বিমানের ভগ্নাবশেষ সরাতে দুপুরের পর ক্রেন আনা হয়। ওই সময় থেকেই সতর্কতার সঙ্গে অপসারণ কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট বাহিনী।
উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে স্কুল ভবনটিতে আগুন ধরে যায় এবং বহু শিক্ষার্থী হতাহত হন। এ ঘটনায় মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
এমকে/এসএন