আমার শহরের ফুলগুলো পুড়ে যাবে ভাবিনি, এ শোক সইবার শক্তি পাই কোথায়? : সাবিলা নূর
মোজো ডেস্ক 06:36AM, Jul 22, 2025
মডেল ও অভিনেত্রী সাবিলা নূর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজের এক স্ট্যাটাসে বলেছেন, আমার শহরের ফুলগুলো পুড়ে যাবে ভাবিনি। এ শোক সইবার শক্তি পাই কোথায়?
উল্লেখ্য যে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলপর্যায়ের শিক্ষার্থী ছিল। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছেন।