বলিউডে পদার্পণেই বাজিমাত করলেন নতুন মুখ আহান পান্ডে। পরিচালক মোহিত সুরির হাত ধরে মুক্তি পাওয়া তার প্রথম ছবি ‘সাইয়ারা’ মাত্র চার দিনেই আয় করেছে প্রায় ৮৭ কোটির বেশি। প্রথম ছবিতেই এমন সাফল্যে যেমন চমকে গিয়েছেন বক্স অফিস বিশ্লেষকেরা, তেমনি প্রশংসার বন্যা বইছে আহানের অভিনয় ঘিরে। তার অভিনয়ে যেমন ছিল সততা, তেমনি ছিল আত্মবিশ্বাস আর তারকাসুলভ আবেদন- যা এক নতুন তারকার আবির্ভাবকেই নির্দেশ করছে।
তবে ক্যামেরার সামনের গল্পের চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছে আহানের ব্যক্তিগত জীবন। ছবির মুক্তির ঠিক পরেই ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্ট করেন মডেল শ্রুতি চৌহান। আহানকে উদ্দেশ করে তিনি লেখেন, “ভালোবাসি তোমায়, তোমার জন্য গর্বিত... মঞ্চটা তোমারই।” আর তাতেই জল্পনার পারদ চড়েছে চূড়ায়। ভক্তদের একাংশ ধরে নিচ্ছেন- এই পোস্ট শুধু বন্ধুত্বের নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এক গোপন প্রেমের ইঙ্গিত।
যদিও আহান বা শ্রুতি কেউই এখনো সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবে একে অপরের প্রতি এমন প্রকাশ্য সমর্থন ও ভালোবাসার বার্তায় অনেকে মনে করছেন- এই বন্ধুত্বের গভীরতা খানিকটা অন্যরকম। কিছুদিন আগেও দু’জনকে একসঙ্গে একাধিক পার্টিতে দেখা গিয়েছিল, তখন থেকেই গুঞ্জনের শুরু।
নতুন প্রজন্মের এই তারকা ইতিমধ্যেই নজর কেড়েছেন দর্শক ও প্রযোজকদের। তারকাপুত্রের ট্যাগ থাকলেও, আহান নিজেকে প্রমাণ করছেন তাঁর কাজ দিয়ে। আর সঙ্গে যদি থাকে এক অনাবিষ্কৃত প্রেমের গল্প- তবে তো সেটাই যেন পূর্ণতা দেয় একজন তারকার পুরো জীবনের প্যাকেজ।
কেএন/টিকে