সাফের গন্ডি পেরিয়ে সাগরিকাদের চোখ এখন এশিয়ার মূল পর্বে

হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ অ-২০ নারী ফুটবল দলের খেলোয়াড়দের বেশ ফুরফুরে মেজাজে পাওয়া গেল। গতকাল রাতে সাগরিকা-আফিদারা সাফ অ-২০ টুর্নামেন্টের শিরোপা জিতেছেন। সাফের গন্ডি পেরিয়ে সাগরিকাদের চোখ এএফসি অ-২০ টুর্নামেন্টের মূল পর্বে।

২-১০ আগস্ট এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের বাছাই। বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও তিমুরলিস্তে। আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স আপ আগামী বছর এপ্রিলে মূল পর্বে খেলার সুযোগ পাবে। গত মাসে বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছে। ঋতুপর্ণা-রুপ্নাদের অনুসরণ করতে চান অনুজরাও।

বাংলাদেশ অ-২০ দলের অন্যতম প্রাণভোমরা মোসাম্মৎ সাগরিকা। তিনি এএফসি বাছাই পর্ব নিয়ে বলেন, 'আসলে আমরা অনেক প্রস্তুত আছে। এর থেকে আরও ভালো কিছু করতে হবে আমাদের। যে কদদিন সময় পাবো, আমাদের আরও ভালোভাবে তৈরি হতে হবে। এর থেকে বেটার পারফরম্যান্স করতে হবে। তাহলে আমরা ভালো কিছু করতে পারবো।'

বাংলাদেশ নারী ফুটবল দল অ-১৬ পর্যায়ে দুই বার মূল পর্বে খেলেছিল। অ-২০ পর্যায়ে চূড়ান্ত পর্বে খেলার রেকর্ড নেই। বিগত সময়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণও কম করেছে বাংলাদেশ। এতে এবার শক্তিশালী কোরিয়ার মতো কঠিন গ্রুপেই পড়েছে। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া খানিকটা কঠিনই। প্রতিপক্ষ নিয়ে সাগরিকার মন্তব্য, 'প্রতিপক্ষ সম্পর্কে আমাদের জানা নেই। তারা কেমন খেলে তা এখনো দেখিনি। তো আমাদের কোচ যেই নির্দেশনা দেন, সেটা মেনে আমাদের খেলতে হবে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করে আসবো।’

সিনিয়র দল এশিয়া কাপে খেলবে। অ-২০ দল সাফ চ্যাম্পিয়ন। ফলে এএফসি অ-২০ টুর্নামেন্ট বাছাইয়ে বাংলাদেশের প্রতি প্রত্যাশা থাকছে। সেটা চাপ আকারে নিচ্ছেন না সাগরিকা, 'আমরা চাই দেশের মানুষ যেভাবে সাপোর্ট করতেছে, যেভাবে খেলা দেখতেছে তা ধারাবাহিকভাবে করলে ভবিষ্যতে এর থেকে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো। এএফসিতে চেষ্টা করবো ভালো করার।'

সাগরিকা বয়স ভিত্তিক পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্স করেই যাচ্ছেন। এরপরও সিনিয়র দলে একাদশে আসতে পারছেন না। এ নিয়ে তিনি কোচ পিটার বাটলারের দিকেই বল ঠেললেন, 'আমি কেমন পারফরম্যান্স করতেছি তা তো নিজে বলতে পারবো না। এটা নির্ভর করছে কোচের ওপর। কোচের যদি মনে হয় যে আমি ভালো পারফরম্যান্স করতেছি আমাকে সেরা একাদশে নামানো উচিত, তাহলে আমি ভালো কিছু করতে পারব। আর যদি না মনে হয় এটা তো আর কিছু করার নাই। অবশ্যই আমার আত্নবিশ্বাস আছে সিনিয়র দলে খেলার। আপুদের মতো খেলতে পারি না। তবে তার চেয়ে বেটার পারফরম্যান্স করলে অবশ্যই একদিন শুরুর একাদশে থাকতে পারবো।'
সাগরিকা সিনিয়র দলে খেলার জন্য যেমন শামসুন্নাহার-তহুরাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলেন। তেমনি অ-২০ দলেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। এ নিয়ে বলেন, 'তিন ম্যাচে আমার জায়গা তৃঞ্চা খেলেছে। সে ভালো করেছে। আমরা চাই যদি প্রতিটি পজিশনে আমাদের একাধিক প্লেয়ার থাকে, তাহলে আমাদের মধ্যে ভালো করার স্পৃহা বাড়বে, জেদ কাজ করবে। তখন চিন্তা থাকবে যে তার থেকে ভালো করে আমাকে টিমে থাকতে হবে। আমরা টিমমেটরা এক হয়ে লড়াই করতে চাই।’

সাগরিকা হয়ে উঠার পেছনে নারী দলের সাবেক কোচ ছোটনকেও কৃত্তিত্ব দিয়েছেন তিনি, 'ছোটন স্যার আমাকে গড়ায় তুলেছেন। এখন লিড দিচ্ছেন বাটলার স্যার। তো দুইটাই আমার জন্য ভালো ছিল। ছোটন স্যার খুব সাপোর্ট করেছেন আর এখন বাটলার স্যার অনেক সাপোর্ট করতেছেন।'

ঢাকায় নারী ফুটবলে আন্তর্জাতিক টুর্নামেন্ট হলে অনেক ফুটবলারের অভিভাবক খেলা দেখতে আসেন। সাগরিকার বাবা আবাসন সংকটের কারণে এবার আসতে পারেননি, ‘আমার খেলা দেখতে বাবা ঢাকায় আসতে চেয়েছিলেন। কিন্তু ঢাকায় থাকার কোনো জায়গা নেই বলে তিনি আসেননি। আর মাও একটু অসুস্থ ছিল। তারপরেও সেরা ফুটবলার হওয়াতে আমার বাবা অনেক খুশি।’

জাতীয় দলের এই ফরোয়ার্ড নেইমারকে অনুসরণ করেন। আগের তুলনায় তার ড্রিবলিং ক্ষমতা আরো বেড়েছে বলে মনে করেন। স্মরণীয় গোল নিয়ে বলেন, 'ভারতের সঙ্গে শেষ মুহুর্তে যে গোলটি করেছিলাম সেটা সেরা আর কালকের হ্যাটট্রিকটা স্মরণীয়।'

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
৫ ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ যুবারা, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ Jul 23, 2025
img
শোকের সময় শান্ত-সংহত থাকার আহ্বান তারেক রহমানের Jul 23, 2025
img
পতিত ফ্যাসিবাদ সুযোগ নিতে চাইলে প্রতিহত করা হবে : ইসলামি আন্দোলন Jul 23, 2025
img
সংখ্যালঘুদের বাদ দিয়ে সফল রাষ্ট্র বানানো সম্ভব নয় : হাসনাত কাইয়ূম Jul 23, 2025
img
দেশে ২১ দিনে রেমিট্যান্স এলো ২০ হাজার ৬০৬ কোটি টাকা Jul 23, 2025
img
প্রধান উপদেষ্টার পাশে থাকার আশ্বাস ৪ দলের Jul 22, 2025
img
উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের সিরিজ উৎসর্গ করল বাংলাদেশ Jul 22, 2025
img
হবিগঞ্জে সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাল ১ জন Jul 22, 2025
দুই উপদেষ্টা ও প্রেস সচিব অবরুদ্ধের বিষয়ে যা বললো পুলিশ Jul 22, 2025
img
গায়ে দুধ ঢেলে নিষিদ্ধ ছাত্রলীগ ছাড়লেন সাজ্জাদুল Jul 22, 2025
img
শান্তি আলোচনায় কোনো চমক আশা করার কারণ নেই: রাশিয়া Jul 22, 2025
img
দক্ষিণে বাজিমাত জাহ্নবী, পারিশ্রমিক এখন ৬ কোটি Jul 22, 2025
img
দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে : শ্রম উপদেষ্টা Jul 22, 2025
img
ঋতুর দর্শনীয় গোলে হেরে গেল মাসুরা-রুপ্নারা Jul 22, 2025
img
সব মার্কা দেখা শেষ, হাতপাখার বাংলাদেশ : ফয়জুল করীম Jul 22, 2025
img
বাবা নবীকে ছাড় দিলেন না ছেলে, প্রথম বলেই ছক্কা হাঁকালেন ইসাখিল Jul 22, 2025
img
উত্তরায় বিমান দুর্ঘটনায় ভর্তি ৪৪, আইসিইউতে ১২ Jul 22, 2025
img
ভিলেনের রূপে আসছেন তৃপ্তি দিমড়ী Jul 22, 2025
img
‘প্রতিটা খেলোয়াড়েরই মন খারাপ ছিল’, বিমান দুর্ঘটনা নিয়ে মিরাজ Jul 22, 2025
img
মাতৃত্বে পা দিয়েই পৃথিবীর ভয়ংকর রূপ দেখলেন রিচা Jul 22, 2025