বলিউডের সাম্প্রতিক হিট ছবি অ্যানিমেল-এ দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শক-সমালোচকদের নজর কেড়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। এবার হিন্দি ছবির গণ্ডি পেরিয়ে দক্ষিণ ভারতের সিনেমায় পা রাখতে চলেছেন তিনি। তার প্রথম তেলুগু ছবির নাম স্পিরিট, যেখানে তিনি জুটি বাঁধবেন দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে।
এই ছবির পরিচালনায় রয়েছেন অর্জুন রেড্ডি ও কবীর সিং-এর খ্যাতনামা নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ফলে প্রভাস, তৃপ্তি ও সন্দীপ-এই তিন তারকার একসঙ্গে কাজ করা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তি বলেন, “এই ছবির শুটিং শুরুর জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।” জানা গেছে, ছবির শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে।
প্রভাস এই ছবিতে একজন পুলিশের চরিত্রে অভিনয় করবেন। আর তৃপ্তি থাকবেন তাঁর প্রেমিকার ভূমিকায়। নির্মাতাদের মতে, এটি একটি আবেগময়, তীব্র এবং গতিশীল প্রেমকাহিনি, যেখানে অ্যাকশন ও নাটকীয়তা থাকবে সমান মাত্রায়।
বাংলাদেশেও অ্যানিমেল-এর পর তৃপ্তি দিমরির জনপ্রিয়তা বাড়তে থাকে। সেই প্রেক্ষিতে তাঁর তেলুগু ছবিতে অভিষেক এবং প্রভাসের বিপরীতে মুখ্য চরিত্রে দেখা পাওয়া নিঃসন্দেহে সিনেপ্রেমীদের জন্য বড় চমক হতে চলেছে।
এমকে/এসএন