রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় কোনো ত্রুটি-বিচ্যুতি ছিল কি না ও প্রশিক্ষণের জন্য বিমানটি ফিট ছিল কি না, তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (২২ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় দোয়া মাহফিলে তিনি এ দাবি জানান।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ক্ষতি অপূরণীয় উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, একটি প্রশিক্ষণ বিমানের কার্যক্রম এমন একটি জনাকীর্ণ শহরে হয় কিভাবে? এটার জবাব কী?
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিমানটি ওড়ার উপযোগী ছিল কি না, তা পরীক্ষা করা হয়েছিল কি না, তার উত্তর জানা প্রয়োজন। হয়তো উত্তর পাওয়া যাবে কিন্তু যাদের হারিয়েছি তাদের আর পাওয়া যাবে না। বিমানটির কোনো ত্রুটি-বিচ্যুতি ছিল কি না, কর্তৃপক্ষকে তা পরিষ্কার করার দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে সোমবার (২১ জুলাই) দুপুরে হঠাৎ আছড়ে পরে বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই নামে প্রশিক্ষণ বিমানটি। দোতলা ভবনের নিচ তলায় আঘাত লেগে মুহূর্তেই যুদ্ধবিমানের ট্যাংক বিস্ফোরিত হয়। আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় তলায়ও। আতঙ্কে ছুটতে থাকেন শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীরা।
পরে হতাহতদের নিয়ে হাসাপাতালে ছুটে একের পর এক অ্যাম্বুলেন্স। এ ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। তাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী।
এমআর/টিকে