স্পেশাল অপস ২’ দিয়ে নজর কাড়লেন টোটা

সর্বভারতীয় স্তরে সবচেয়ে বড় শো হতে চলেছে ‘স্পেশাল অপস ২’, সিরিজ মুক্তির আগেই জানিয়েছিলেন টোটা রায়চৌধুরী। সেকথাই যেন অক্ষরে অক্ষরে ফলে গেল। বিনোদ শেখাওয়াত চরিত্রে তাঁর অভিনয় দেখার পরই জাতীয়স্তরে বাঙালি অভিনেতাকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন টোটা। পরিচালক নীরজ পাণ্ডে নাকি আগেভাগেই এই সিরিজে তাঁর চরিত্রটি নিয়ে বড়সড় এক ভবিষ্যদ্বাণী করে ফেলেছিলেন। তখনও টোটা ‘স্পেশাল অপস ২’-এ অভিনয় করছেন, চূড়ান্ত হয়নি! তবে প্রিয় পরিচালকের অফিসে চিত্রনাট্য শুনতে গিয়ে এক কাণ্ড ঘটিয়ে বসেছিলেন। কী সেটা? সেকথাই এবার অভিনেতা ফাঁস করলেন।

‘স্পেশাল অপস ২’-এর সাফল্যে বুঁদ টোটা রায়চৌধুরী জানিয়েছেন, “‘আ ওয়েডনেসডে’ দেখার পর থেকেই নীরজ পাণ্ডের কাজের অনুরাগী। ফলত যখন স্যরের দিক থেকে কাজের প্রস্তাব এল, তখন বিনা বাক্যব্যয়ে সম্মতি জানিয়ে দিই। মুম্বইয়ে ওঁর সুসজ্জিত অফিসে বসে, মশলা চা পান করতে করতে যখন শুনলাম যে উনি ‘স্পেশাল অপস’-এর দ্বিতীয় সিজনের জন্য আমার কথা ভেবেছেন, তখন চা ছলকে-ছিটকে একেবারে ছাব্বিশ হাল হয়েছিল আমার! সোজাসাপটা মানুষটি সরাসরি আমাকে বললেন- দৈর্ঘ্য হয়তো কম কিন্তু তোমার চরিত্রের ইমপ্যাক্ট তুমি রিলিজের পরই বুঝতে পারবে।” পরিচালক-প্রযোজকের সেকথাই যেন হাড়ে হাড়ে টোটা টের পেলেন ‘স্পেশাল অপস ২’ মুক্তির পর।



অভিনেতা বলছেন, “ওঁর কথা টের পেলাম গত দু’দিনে। মেসেজের পর মেসেজে ইনবক্স ভরে গিয়েছে। যখনই কোনও কাজের জন্য প্রশংসিত হই, তখন প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তার পর পরিচালক কিংবা পরিচালিকাকে এবং তৎসহ দর্শকবন্ধুদের কৃতজ্ঞতা ও ভালবাসা জানিয়ে অঙ্গীকার করি, যেন আরও পরিশ্রমের মাধ্যমে তাঁদের প্রশংসার যোগ্য হয়ে উঠতে পারি।

বিনোদ শেখাওয়াত চরিত্রটি আমার অভিনয় জীবনের অন্যতম প্রিয় চরিত্র হয়ে রয়ে যাবে।” প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বলিউডে কাজ করছেন টোটা রায়চৌধুরী। তেইশ সালে করণ জোহরের হাত ধরে ‘রকি অউর রানি…’ ছবিতে আলিয়া ভাটের বাবা ‘চন্দন চ‌্যাটার্জি’র ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার ‘স্পেশাল অপস ২’-এর জন্য প্রশংসা কুড়োচ্ছেন টোটা।

১৯৯৩ সালে প্রভাত রায়ের ‘দুরন্ত প্রেম’ ছবিতে টোটা রায়চৌধুরির ডেবিউ হয়। প্রায় তিরিশ বছর হতে চলল তাঁর কেরিয়ারের। মেনস্ট্রিম বাংলা ছবি ‘লাঠি’, ‘শুধু একবার বলো’, ‘সন্তান যখন শত্রু’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর পাশাপাশি তিনি ‘শুভ মহরৎ’, ‘চোখের বালি’, ‘পদক্ষেপ’-এর মতো ছবি দিয়ে শুরু করেছিলেন। সম্প্রতি টোটা অভিনয় করেছেন সৃজিত মুখোপাধ্য়ায়ের ‘ফেলুদা’ সিরিজেও। তার মাঝে বলিউডে কাজ করলেও বাংলার দর্শকের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার জন্য ‘শ্রীময়ী’ ধারাবাহিকে অভিনয় করেন। যে চরিত্র বাংলার মানুষের ড্রয়িংরুমে জনপ্রিয় হয়ে উঠেছিল। টোটার অভিনয় কেরিয়ার বরাবরই শেখায়, কাজ ছোট কিংবা বড় নয়, নিষ্ঠা সহকারে যে কোনও কাজ করলে তার ফলপ্রাপ্তি অবশ্যসম্ভাবী।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন নিহতদের জান্নাত নসীব করেন: পড়শী Jul 23, 2025
img
জাপানের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তির ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের Jul 23, 2025
img
রূপের মানদণ্ডে বিচার, হারিয়ে যাচ্ছিল আত্মবিশ্বাস Jul 23, 2025
img
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তায় যুক্তরাষ্ট্রের কনসার্ট থেকে আয়ের অংশ দান করবেন জেমস Jul 23, 2025
img
আজ কুমিল্লায় এনসিপির পদযাত্রা Jul 23, 2025
img
শারীরিক জটিলতা কাটিয়ে বাড়ি ফিরলেন ৭৫ বছরের রাকেশ রোশান Jul 23, 2025
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Jul 23, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর কাম্পালা, ঢাকার অবস্থান ২৩তম Jul 23, 2025
img
গাজায় অনাহারে একদিনে প্রাণ গেল ১৫ জনের Jul 23, 2025
img
ঢালিউডের ক্লাসিক ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ এবার ধারাবাহিক রূপে! Jul 23, 2025
img
মেয়ের জন্মের পর কোন আশঙ্কায় ভুগছেন অভিনেত্রী রিচা? Jul 23, 2025
img
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ছেড়ে দিল সৌদি আরব Jul 23, 2025
ভারতীয় আকাশ থেকে মিগ-২১ বিদায়, আসছে দেশীয় তেজস Jul 23, 2025
img
জামালপুরে হার্ডবোর্ডের চাপায় প্রাণ গেল ১ ব্যবসায়ীর Jul 23, 2025
img
ধারে এমিলিয়ানো মার্তিনেজকে ছাড়তে রাজি নয় অ্যাস্টন ভিলা Jul 23, 2025
img
মধ্যপ্রাচ্য নীতিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র Jul 23, 2025
img
বিধ্বস্তের আগ মুহূর্তে কন্ট্রোলরুমের সাথে পাইলটের শেষ কথা Jul 23, 2025
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৯-০ শতাংশ শুল্কে বাণিজ্য চুক্তি করল ফিলিপাইন Jul 23, 2025
img
ফের ইউনেস্কো থেকে বের হচ্ছে যুক্তরাষ্ট্র Jul 23, 2025
img
আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরো শক্ত অবস্থান নিতে পরামর্শ দিলেন আসিফ নজরুল Jul 23, 2025