হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বলিউডের বর্ষীয়ান পরিচালক ও অভিনেতা রাকেশ রোশানকে। গত ১৬ জুলাই মস্তিষ্কে রক্ত প্রবাহে জটিলতা দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার ক্যারোটিড ধমনীতে রক্ত চলাচলে গুরুতর সমস্যা দেখা দিয়েছিল, যা প্রায় ৭৫ শতাংশেরও বেশি অংশে ব্লক হয়ে গিয়েছিল।
প্রথমে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হলেও, অবস্থার উন্নতি হলে পরে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ এবং হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন তার মেয়ে সুনয়না রোশান।
সুনয়না জানান, তার বাবার ঘাড়ে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। অসুস্থতার খবর শুনে রাকেশ রোশানকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন ছেলে, বলিউড সুপারস্টার হৃতিক রোশান।
নিজেই ইনস্টাগ্রামে নিজের শারীরিক পরিস্থিতি জানিয়ে রাকেশ লেখেন, “আমার কোনও উপসর্গ ছিল না। হঠাৎ করেই জানতে পারলাম আমার ক্যারোটিড ধমনীতে রক্ত প্রবাহ ঠিকমতো হচ্ছে না এবং মস্তিষ্কের ৭৫ শতাংশেরও বেশি অংশে ব্লকেজ রয়েছে। বিষয়টি অবহেলা করলে বড় ধরনের বিপদ হতে পারত।”
তিনি আরও লেখেন, “আমি সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিই। এখন আগের চেয়ে অনেক ভালো বোধ করছি। সবার শুভকামনার জন্য কৃতজ্ঞ।”
৭৫ বছর বয়সী এই পরিচালক দীর্ঘদিন ধরেই নিয়ম মেনে জীবনযাপন ও প্রতিদিন বিভিন্ন ধরণের ব্যায়াম করতেন। তবুও হঠাৎ এমন অসুস্থতা তাকে এবং তার পরিবারকে বেশ চমকে দিয়েছে।
রাকেশ রোশান বলিউডে বহু জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন-খুন ভি পিয়া’ থেকে শুরু করে ‘কর্জ’, ‘কাহো না পেয়ার হ্যায়’ কিংবা ‘কৃষ’ সিরিজ। শারীরিক দুর্বলতা কাটিয়ে দ্রুত আবার কাজে ফিরবেন বলেই আশাবাদী তার অনুরাগীরা।
এমকে/এসএন