তালাবদ্ধ মাইলস্টোন, কলেজ গেটে কড়া নিরাপত্তা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গেট দুপুর পর্যন্ত তালাবদ্ধই ছিল। কোনো শিক্ষক-শিক্ষার্থী, এমনকি সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। আবার কলেজ চত্বরে কোনো ধরনের আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না ছাত্রদের। তারপরও পুরো ক্যাম্পাস ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিল কড়া অবস্থান।

বুধবার (২৩ জুলাই) সকাল থেকে সরেজমিনে ঘুরে দেখা যায়, কলেজের গেট বন্ধ থাকলেও জনতার উপস্থিতি ছিল আশপাশের এলাকাজুড়ে। কেউ গেটের ফাঁক দিয়ে ভেতরে তাকাচ্ছেন, কেউ বা শিক্ষক-শিক্ষার্থীদের বর্তমান অবস্থা জানার চেষ্টা করছেন। আর ভেতরে অবস্থান করছেন বিপুল সংখ্যক পুলিশ। পাশাপাশি কলেজের নিরাপত্তাকর্মীরাও সতর্ক অবস্থানে ছিলেন।

গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন উৎসুক জনতা, যাদের মুখে শোক আর বিস্ময়ের ছিল ছাপ স্পষ্ট। অনেক অভিভাবককেই দেখা গেছে আবেগতাড়িত হতে। এলাকাবাসী, ঘটনার প্রত্যক্ষদর্শীদেরও মধ্যেও ছিল সেই ছাপ।

আবার গেটের সামনে গিয়ে কেউ কেউ ভেতরে ঢোকার চেষ্টা করেন। কিছু মানুষ ধাক্কাধাক্কি করেন, কেউ কেউ সাংবাদিক পরিচয় দিয়ে ঢুকতে চান, তবুও অনুমতি মেলেনি। এ অবস্থায় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা দাঁড়িয়ে থাকেন গেটের সামনেই।

উত্তরা-১১ নম্বর সেক্টরের বাসিন্দা মোস্তফা কামাল বলেন, শুধু দেখতে এসেছি, ভয়াবহ একটা ঘটনা ঘটেছে তো। মনে হয়, এখনো কিছু একটা হবে।

পাশ থেকে দাঁড়িয়ে থাকা এক নারী বলেন, আমার ছেলের ১১টায় ছুটি হয়েছিল। আমার আত্মীয়র সন্তানও পড়ে এই কলেজে। তাই ভেতরে কেমন অবস্থা সেটি দেখতে আসলাম।

অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষ কিংবা প্রশাসনের পক্ষ থেকে দুপুর পর্যন্ত পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাছাড়া আজ শিক্ষার্থীদেরও কোনো কর্মসূচি বা জমায়েত দেখা যায়নি।

এদিকে, বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ এবং আহত, নিহত ও নিখোঁজদের নাম-ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এ কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন– উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা (শিক্ষার্থী: যাইমা জাহান, চতুর্থ শ্রেণি) এবং দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী– মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক।

কমিটিকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সরাসরি ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট পরিবারদের সঙ্গে যোগাযোগ এবং নিশ্চিত তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হয়। এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। মানবিক বিবেচনায় স্থগিত করা হয় এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাবেক ডিআইজি বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা Jul 23, 2025
img
সাশ্রয়ী মূল্যে বিক্রির লক্ষ্যে ৭ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার Jul 23, 2025
img
গ্র্যান্ড স্লামজয়ী আনা ইভানোভিচের সঙ্গে বিচ্ছেদ শোয়েনস্টেইগারের Jul 23, 2025
img
বৃষ্টির কারণে মিরপুরে পছন্দমতো উইকেট তৈরি করা যাচ্ছে না: ফাহিম আশরাফ Jul 23, 2025
img
আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে এবার জিম্বাবুয়ের পথে বাংলাদেশ Jul 23, 2025
img
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাকৃবিতে ১৫ নারী শিক্ষার্থী বহিষ্কার Jul 23, 2025
img
সাবেক ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা Jul 23, 2025
img
ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম: নুসরাত ফারিয়া Jul 23, 2025
img
আ. লীগের ৮ নেতা গ্রেপ্তার, আদালত চত্বরে ডিম নিক্ষেপ Jul 23, 2025
img
মাহরিন চৌধুরীর অসীম সাহসিকতা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে: আনোয়ার ইব্রাহিম Jul 23, 2025
img
বিয়ের দোরগোড়ায় গিয়েও শেষমেশ আলাদা হন মিঠুন-মমতা Jul 23, 2025
img
মিটফোর্ড ঘটনায় আরও ৩ জনের দায় স্বীকার, ২ জন রিমান্ডে Jul 23, 2025
img
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় মিলেছে Jul 23, 2025
img
বিমান বিধ্বস্তের তদন্ত কমিটিতে নাগরিকদের অন্তর্ভুক্ত করুন: ইসলামী আন্দোলন Jul 23, 2025
img
বার্সা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে ক্রিস্টেনসেনের! Jul 23, 2025
img
বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম কেনার সিদ্ধান্ত Jul 23, 2025
img
নির্বাচন কমিশনের স্বাধীনতা সংবিধানে লেখা থাকা যথেষ্ট নয় : সালাহউদ্দিন Jul 23, 2025
img
এনসিপির প্রতি সরকারের পক্ষপাতমূলক আচরণ চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: নুর Jul 23, 2025
img
পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে: প্রধান উপদেষ্টা Jul 23, 2025
img
স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ Jul 23, 2025