সাবেক ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর মিরপুরে যৌথবাহিনীর অভিযানে আটক হওয়ার পর পুলিশি হেফাজতে নির্যাতনের কয়েক ঘণ্টা বাদে আসিফ শিকদার নামে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় তিন সেনা ও পাঁচ পুলিশ কর্মকর্তাসহ ১১ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে নিহত যুবকের মা স্বপ্না বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন।

আসামিরা হলেন- মেজর মুদাব্বির, ক্যাপ্টেন তাম্মাম, সাইন্স ল্যাব সেনা ক্যাম্প ৩০ ফিল্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার সিরাজ, দারুস সালাম জোনের এডিসি জাকারিয়া, এসি এমদাদুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান, আবুল কালাম আজাদ লেলিন, ফর্মা খলিল এবং সিএনজি ফরিদ। বাদী পক্ষের আইনজীবী নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০ জুলাই স্বপ্না বেগম, ছেলে আসিফসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে গেটে প্রচণ্ড শব্দে কড়াঘাত শুনে আসিফ ঘুম থেকে জেগে ওঠে এবং অন্যদের জাগ্রত করে। স্বপ্না বেগম জিজ্ঞাসা করেন কে বা কারা কড়াঘাত করছে। বাইরে থেকে জানানো হয়, শাহ আলী থানার ওসি। দরজা খোলার জন্য বলেন। প্রশাসনের লোকজনেন কথা শুনে স্বপ্না বেগম দরজা খোলা মাত্র তাকে ধাক্কা দিয়ে পুলিশ, আর্মি এবং সাদা পোশাকে প্রায় ২৫/৩০ জন যৌথ বাহিনীর সদস্য রাত ২টার দিকে বাসায় জোরপূর্বক প্রবেশ করে এবং সমস্ত গৃহ তছনছ করতে শুরু করে। আসিফ তাদের বাসায় প্রবেশের কারণ জানতে চাইলে সামরিক বাহিনী ও পুলিশের সাদা পোশাক পরিহিতরা অন্যায়ভাবে তাকে চড়, থাপ্পড় মারতে থাকে এবং শরিফুল ইসলাম তাকে বেঁধে ফেলার নির্দেশ দেয়। এ নির্দেশের পর তারা আসিফের হাত পেছন দিকে হাত কড়া দিয়ে বেঁধে ফেলে।

সামরিক বাহিনীর পোশাক পরিহিত যৌথ বাহিনীর ৩/৪ জন আসিফের পা বেঁধে ফেলে এবং একই সঙ্গে তারা সবাই তাকে অমানবিক নির্যাতন করতে থাকে। পরিবারের সদস্যরা নির্যাতনের কারণ জানতে চাইলেও কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করে দফায় দফায় আসিফকে অমানবিক শারীরিক নির্যাতন করতে থাকে। নির্যাতনের এক পর্যায়ে বাড়ির বাইরে থেকে শরিফুল ইসলামের ১ নম্বর নির্দেশে আসামিরা টানা হেচড়া করে আসিফকে বাড়ি থেকে বের করতে চেষ্টা করলে স্বপ্না বেগম শরিফুল ইসলামের কাছে জানতে চান আসিফকে কোথায় নিয়ে যাচ্ছে। তখন থানায় নিয়ে যাচ্ছে বলে জানান।

ফজর ওয়াক্তের কাছাকাছি সময়ে থানা হতে স্বপ্না বেগমের কাছে সংবাদ আসে আসিফের পরিধেয় কাপড় পায়খানা ও প্রস্রাবে নষ্ট হয়ে গেছে। আসিফের জন্য নতুন কাপড় প্রয়োজন। এ সংবাদ পাওয়ার পর পরিবারের লোকজন দ্রুত আসিফের পরিধেয় কাপড় নিয়ে থানায় যান। স্বপ্না বেগম আসিফের সঙ্গে দেখা করতে চাইলে থানায় উপস্থিত আসামিরা জানান, আসিফকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, তোদের গুলি করা হবে। এহেন পরিস্থিতিতে পরিবারের সদস্যরা উদভ্রান্তের মতো দিক বিদিক ছোটাছুটি ও সবার কাছে সাহায্য প্রার্থনা করে, কিন্তু পুলিশ ও যৌথ বাহিনীর ভয়ে কেউই সাহায্য করতে সাহস করেনি। এভাবে সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর সময় বেলা ১১টার সময় স্বপ্না বেগম লোকমুখে সংবাদ প্রাপ্ত হন, আসিফ শিকদার শাহ আলী থানায় পুলিশ হেফাজতে অমানবিক শারীরিক নির্যাতনে মারা গেছে।

জানা গেছে, সোমবার (২১ জুলাই) ভোরে রাজধানীর মিরপুরে ৩০ রাউন্ড গুলিসহ আসিফ শিকদারসহ যুবদলের ৩ নেতাকর্মীকে আটক করে যৌথবাহিনী। আটকের পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে আসিফ শিকদারের মৃত্যু হয়। গ্রেপ্তার অন্য আসামিরা হলেন মো. শাকিল ও মো. সাইফুল। এর মধ্যে আসিফ শিকদার শাহআলী থানার ৯৩ নম্বর ওয়ার্ড (সাংগঠনিক ওয়ার্ড) ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

কেএন/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘আমার পরিণতি সুশান্তের মতো’, আশঙ্কায় অভিনেত্রী তনুশ্রী দত্ত Jul 24, 2025
img
হামলার এক দিন আগেও পহেলগাঁওয়ে ছিলেন দীপিকা-শোয়েব Jul 24, 2025
img
অমিতাভ-আমিরের গাড়ি চালিয়ে কর ফাঁকি, বিপাকে কেজিএফ বাবু Jul 24, 2025
img
ব্যাংকে নারীদের ছোট দৈর্ঘের পোশাক ও লেগিংস নিষিদ্ধ করল কেন্দ্রীয় ব্যাংক Jul 24, 2025
img
যে কোনো সংকট ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে : টুকু Jul 24, 2025
img
স্লো ওভার রেটের নিয়ম পুনর্বিবেচনার দাবি স্টোকসের Jul 24, 2025
img
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা বেনাপোল চেকপোস্টে গ্রেফতার Jul 24, 2025
img
পায়ে আঘাত পেয়ে বাকি ম্যাচে অনিশ্চিত ঋষভ পন্ত Jul 24, 2025
img
হঠাৎ অসুস্থতা বোধ করায় খালেদা জিয়াকে নেয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে Jul 24, 2025
img
ফুটসালে ফিরছেন কানাডা প্রবাসী রাহবার খান Jul 24, 2025
img
কারিগরি শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ Jul 24, 2025
img
নারায়ণগঞ্জ হকার্স মার্কেট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসক Jul 24, 2025
img
বরগুনায় সাবেক তিন এমপিসহ আ.লীগের ২৩১ জনের বিরুদ্ধে মামলা Jul 24, 2025
img
আগামীকাল এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ, রাতেই আসছে আফগানিস্তান Jul 24, 2025
img
বাংলাদেশ-অস্ট্রেলিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় পাকিস্তান Jul 24, 2025
img
এক দশক পর মাঠে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি Jul 24, 2025
img
টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশকে অভিনন্দন জানালেন পা-ক প্রধানমন্ত্রী Jul 23, 2025
img
‘সাইয়ারা’র পুরো টিমকে শুভেচ্ছায় ভাসালেন আমির Jul 23, 2025
img
স্বল্প পরিসরে শিক্ষা কার্যক্রমে ফিরছে মাইলস্টোন Jul 23, 2025
img
স্মোকড ইলিশ থেকে বাকলাভা,বাংলাদেশ-পাকিস্তানের নৈশভোজে আরও যা ছিল Jul 23, 2025