বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত ফের আলোচনায়। মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, গত ৪–৫ বছর ধরে নিজের বাড়িতেই নানাভাবে হেনস্তার শিকার হচ্ছেন তিনি। ভিডিওতে কান্নাভেজা কণ্ঠে তনুশ্রী বলেন, পরিচারিকার ছদ্মবেশে কেউ কেউ তাঁর বাড়িতে প্রবেশ করে ক্ষতি করার চেষ্টা করছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তিনি আর কাউকে নিয়োগ করতেও সাহস পাচ্ছেন না।
তনুশ্রীর দাবি, এ নিয়ে পুলিশের কাছে যোগাযোগ করা হলেও তাঁরা লিখিত অভিযোগ দিতে বলেছে। তবে এ ঘটনায় আরও বড় অভিযোগ এনেছেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত এই অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘আমার পরিণতি সুশান্ত সিং রাজপুতের মতো হতে পারে। বলিউডের মাফিয়া গ্যাং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনের সময় অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে প্রথম সারির সংবাদ শিরোনামে চলে আসেন তনুশ্রী। তবে সেই মামলায় ২০১৯ সালে অব্যাহতি পান নানা পটেকর। এরপর বেশ কয়েক বছর চুপচাপ ছিলেন অভিনেত্রী, দেশও ছেড়ে চলে যান। তবে প্রায় তিন বছর আগে ভারতে ফিরে আসার পর ফের সমস্যায় পড়েছেন বলে দাবি তাঁর।
এবার তিনি সরাসরি নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বলেন, ‘আমি সরকারের কাছে অনুরোধ করছি, আমাকে নিরাপত্তা দিন। এই মাফিয়াদের সঙ্গে একা লড়তে পারব না। পুলিশ যেন বিষয়টি হালকাভাবে না নেয় বা আমার পুরোনো অভিযোগের সঙ্গে গুলিয়ে না ফেলে।’
তবে বলিউডের এই কথিত ‘মাফিয়া গ্যাং’-এর মধ্যে কারা আছেন, সে বিষয়ে কিছু বলেননি তনুশ্রী।
উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু ঘিরে এখনো নানা বিতর্ক ও জল্পনা চলমান। যদিও ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) সম্প্রতি জানিয়েছে, তাঁর মৃত্যুতে কোনো অস্বাভাবিকতা মেলেনি। তবু তনুশ্রীর এই মন্তব্য নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে।