বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর মিরপুরের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সফরকারী কোচ মাইক হেসন। প্রথম দুই ম্যাচের রান বিবেচনায় হেসনের সেই অভিযোগকে অবান্তর বলার সুযোগ নেই। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে আজ (২৪ জুলাই) তুলনামূলক ভালো উইকেট পেয়েছে ব্যাটিংয়ে ১৭৮ রান করেছে পাকিস্তান। মিলেছে জয়ের দেখাও। তবে এরপরেও সংবাদ সম্মেলনে পিচ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা।
মাত্র এক মাস আগে ঘরের মাঠে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। সেই একই দলের কাছে সিরিজ হেরেছে এবার পাকিস্তানিরা। স্বাভাবিকভাবেই বিষয়টা হজম করতে কষ্ট হয়েছে পাকিস্তানের। সে কারণেই হয়তো পাকিস্তানের কোচ-অধিনায়কের কণ্ঠে ঝরল তুমুল সমালোচনা।
বাংলাদেশের উইকেট স্বাভাবিকভাবেই একটু বোলিং সহায়ক হয়ে থাকে। তবে এটা অবাক করার মতো কিছু না। বিশ্বের সব দেশই তাদের দলের শক্তিমত্তা অনুযায়ী পিচ প্রস্তুত করে। কিন্তু বাংলাদেশের পিচের অতিরিক্ত বোলিং সহায়ক হওয়া নিয়ে এর আগেও অনেক সমালোচনা হয়েছে। সেটাই যেন আরও উসকে দিয়ে গেলেন পাকিস্তান অধিনায়ক।
প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করার পর আজকে দলের জয়ে হাঁফ ছেড়ে বেঁচেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন বেশ কড়া ভাষায়। বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারলেও দল এবং খেলোয়াড় সালমান সঠিক পথেই আছেন বলে মনে করেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরে অলিম্পিকে যাওয়ার পথ কঠিন হয়ে গেল কিনা, পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের উত্তরে সালমান বলেন, 'আমরা একটা প্রক্রিয়া অনুসরণ করছি। সেটার জন্য যেসব বিষয়ই আসুক সেগুলো কোনো সমস্যা না। অলিম্পিক, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ নিয়ে ভাবছি না। একটা প্রক্রিয়া অনুসরণ করছি, এটা ঠিকঠাকমতো করতে পারলে সবকিছু এমনিই চলে আসবে।'
বিপিএলে পাকিস্তানের অনেক খেলোয়াড় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে থাকেন। সেসব খেলোয়াড়দের অনেকেই ছিলেন এবারের পাকিস্তান স্কোয়াডে। তবে তারা কেউই তেমন পারফর্ম করতে পারেননি। এই বিষয়ে সালমানের ব্যাখ্যা এরকম, 'বিপিএলে খেলে যায় (পাকিস্তানি খেলোয়াড়রা), তবে সেখানে ভিন্ন চিত্রও থাকে। আমরা কন্ডিশন ধরতে পেরেছি তবে আমাদের পরিকল্পনার বাস্তবায়ন ঠিকঠাক হয়নি। এমন না যে আমরা কন্ডিশন ধরতেই পারিনি, আসলে বাস্তবায়ন ঠিকঠাক করতে পারিনি যেমনটা আজ পেরেছি। এটা খেলার অংশ। আমরা যেমন দল গঠন করতে চাচ্ছি, সেটার জন্য আমরা সঠিক পথেই আছি।'
অধিনায়ক হওয়ার পর সালমানের ব্যক্তিগত পারফরম্যান্স আরও নিচে নেমেছে কিনা, এমন প্রশ্নের উত্তরে বেশ কড়া জবাব দিয়েছেন সালমান। নিজ দেশের সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, 'আমিও কি আপনার সঙ্গে একটু কঠোর (ভাষায় কথা বলতে পারি) হতে পারি (হাসি)? আপনি কি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের খেলা দেখেছেন? মনে হয় দেখেননি। আমি সেখানে দুটো ফিফটি করেছি এবং ১৪০ প্লাস রান করেছি। এরপর আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছি সেখানেও ফিফটি করেছি। তবে ওই দুই সিরিজের পর আমি ভালো করতে পারিনি। কিন্তু আমার ধারণা অধিনায়ক হওয়ার পর আমার টি-টোয়েন্টিতে খেলা উন্নত হয়েছে। সবাই আরও ভালো করার এবং শেখার চেষ্টা করে, আমিও করছি। তবে অধিনায়ক হওয়ার পর আমার খেলা নষ্ট হয়েছে, সেটা আমি ভাবি না।'