আলো, সাজসজ্জা আর তারকাদের উপস্থিতিতে জমজমাট ছিল আনন্দবাজার ডট কম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৫’। শহরের অভিজাত এক হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে মুখর ছিল নায়িকাদের আড্ডা আর হাসির শব্দ। এক মঞ্চে দেখা গেল দুই বাংলার দুই গ্ল্যামার কুইন—জয়া আহসান ও পাওলি দামকে।
সেই সন্ধ্যায় গোলাপি ও জামরঙা ছায়ার শাড়িতে সেজে মুগ্ধ করলেন পাওলি। ছিলেন অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায়। অন্যদিকে, পদ্মাপারের গর্ব জয়া আহসান উপস্থিত ছিলেন অতিথি হয়ে। পর্দায় অনেকদিন একসঙ্গে দেখা না গেলেও ‘কণ্ঠ’ সিনেমার পর এই সন্ধ্যায় আবারও মুখোমুখি হলেন এই দুই অভিনেত্রী।
পাওলির সাজ দেখে জয়া আহসান প্রশংসা করতে ভোলেননি। হেসে বললেন, “কি চমৎকার শাড়ির রং! আগে কখনও ভাবিনি! এই রঙের শাড়ি একদিন আমিও পরব।”
বন্ধুত্বের আড্ডায় জয়ারা
তাঁদের এই ঘরোয়া আলাপের সাক্ষী ছিল অনুষ্ঠান কক্ষজুড়ে থাকা শত শত মানুষ। অভিনেত্রী দর্শনা বণিক কিছুটা দূরে দাঁড়িয়ে শোনেন তাঁদের গল্প। পরে নিজেও যোগ দেন আড্ডায়, ছবিও তোলেন পাওলির সঙ্গে।
এই জমকালো আয়োজনে টলিউডের আরও কয়েকজন জনপ্রিয় মুখও উপস্থিত ছিলেন। ছিলেন কোয়েল মল্লিক, বিবৃতি চট্টোপাধ্যায়, তৃণা সাহা এবং ইধিকা পাল। কে বলে নায়িকাদের মধ্যে বন্ধুত্ব নেই? এদিন তাঁদের হাসিমুখ, একসঙ্গে ছবি তোলা আর অন্তরঙ্গ গল্পই যেন সে ধারণা ভুল প্রমাণ করল।
তৃণা, বিবৃতি ও দর্শনার ত্রিমুখী আলাপে জমে উঠেছিল ভিন্নধর্মী আড্ডা। ফটোশুট থেকে শুরু করে সিনেমার গল্প—সবই ছিল আলোচনায়। উল্লেখযোগ্য, দর্শনা ও বিবৃতি একসঙ্গে কাজ করছেন শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ ছবিতে, যা আসছে দুর্গাপূজায়।
অন্যদিকে ইধিকা পাল এসেছিলেন একেবারে নতুন লুকে। তাঁর ব্লাউজের নকশা ঘিরে চলেছে বিস্তর আলোচনা। আর সবার মাঝেই ছিল সেলফি তোলার ব্যস্ততা।
সারা সন্ধ্যা জুড়েই ছিল তারকাদের মুখরতা, বন্ধুত্বের উষ্ণতা আর গ্ল্যামারের ঝলক। ‘বছরের বেস্ট’-এর এই আয়োজন যেন আরও একবার প্রমাণ করল—নায়িকাদের ভিড়ে বন্ধুত্ব এখনো জীবন্ত।
ইউটি/টিএ