এবারের নির্বাচনে ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি আগে গণহত্যার বিচার, তারপর সংস্কারের দাবি জানান।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
মুফতি রেজাউল করিম বলেন, ‘গণহত্যার বিচার, সংস্কারের পরে দেখা যাবে নির্বাচন। সেই নির্বাচন হতে হবে অবশ্যই পিআর পদ্ধতিতে। কারণ আর কোনো স্বৈরাচার দেশে উৎপত্তি হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।’
রেজাউল করিম বলেন, ‘৫ আগস্টের পরে ইসলামের পক্ষে দেশের মানুষের একটা হৃদ্যতা সৃষ্টি হয়েছে, সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। এজন্যই ইসলামের পক্ষে আমরা চেষ্টা করছি, একটা বাক্স পাঠানো যায় কি-না (ইসলামি দলগুলো নিয়ে জোট গঠন)।’
জনগণের সহযোগিতা চেয়ে তিনি বলেন, আল্লাহর রহমতে সেই প্রক্রিয়ায় এগোচ্ছি, এগিয়ে গেছি। এখন আপনাদের সহযোগিতা থাকা লাগবে।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ৫৩ বছরের মধ্যে যারা ক্ষমতায় এসেছেন, তারা শুধু জনগণকে ধোঁকাই দিয়েছেন। চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন, স্বৈরাচার মুক্ত হতে চায় বাংলাদেশ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।