কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার মাত্র এক দিন আগে পরিবারসহ সেখানে ঘুরতে গিয়েছিলেন টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম। প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেই মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ভাগাভাগিও করেছিলেন তাঁরা। হামলার ঘটনার পর পুরোনো ভিডিও আর ছবির দিকে তাকিয়ে এখন শুধুই বিস্ময় আর কৃতজ্ঞতা—একদিন আগেই তাঁরা এলাকা ত্যাগ করেছিলেন।
এক বছরের ছেলেকে নিয়ে কাশ্মীর সফরে গিয়েছিলেন দীপিকা-শোয়েব। ডাল লেক, টিউলিপ গার্ডেন হয়ে শেষ গন্তব্য ছিল পহেলগাঁও। ভ্রমণের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন তাঁরা। পহেলগাঁওয়ে পৌঁছে দীপিকা বলেন, "কী সুন্দর! অসম্ভব ফ্রেশ লাগছে নিজেকে।" সেই জায়গাতেই ঠিক এক দিন পর রক্তাক্ত হয় প্রকৃতি।
২২ এপ্রিলের ওই জঙ্গি হামলায় প্রাণ হারান একাধিক ব্যক্তি। পাকিস্তানকে দায়ী করে ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’। একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস হয় অভিযানে। এরপর টানা চার দিন দুই দেশের মধ্যে চলে সশস্ত্র সংঘর্ষ। ১০ মে সংঘর্ষবিরতির ঘোষণা এলেও এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান বন্ধ রয়েছে। ভারতের সামাজিক মাধ্যমে নিষিদ্ধ পাকিস্তানের তারকা ও কনটেন্ট।
সব মিলিয়ে দীপিকা-শোয়েবের সেই ভ্রমণ হয়ে রইল এক বিষণ্ণ স্মৃতি—একদিন আগেই ঘটে যেতে পারত অঘটন।
ইউটি/টিএ