শেষ মুহূর্তে হবিগঞ্জ শহিদ মিনারে সমাবেশের অনুমতি না পাওয়ায় হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ড. মো. ফরিদুর রহমানকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২৩ জুলাই) রাতে এনসিপি হবিগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এ আখ্যা দেন পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল।
এ সময় তিনি বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে পৌরসভা প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান।
তিনি অভিযোগ করে বলেন,‘আমাদের কাছে মনে হয়েছে জেলা প্রশাসক আমাদের এ প্রোগ্রাম সুন্দর হোক, এটা তিনি চান না। অত্যান্ত ঠান্ডা মাথায় কারও প্ররোচনায় বা কোনো হীন উদ্দেশ্যে হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির প্রোগ্রাম বাস্তবায়নের অনুমতি দেননি।’
আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘তার এই আচরণে আমি মনে করি তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর হিসাবে কাজ করছেন। এ ছাড়া তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ছিলেন বলে আমি মনে করি। আমরা যাতে সুন্দর একটা প্রোগ্রাম না করতে পারি সেজন্য তিনি বাধা দিচ্ছেন।’
এনসিপির ওই নেতা আরও বলেন, ‘শেখ হাসিনা পালানোর পর অনেক কর্মকর্তা বদলি হয়েছেন কিংবা জেলে গিয়েছেন। যারা আছেন তারা অনেকে এখন বিএনপি, জামায়াত কিংবা এনসিপি সেজেছেন। কিন্তু আমি মনে করি পর্দার অন্তরালে তারা শেখ হাসিনা দোসর।’
এ দিকে জেলা প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার অফিস আদালত খোলা। জেলা প্রশাসনের মাঠটি একটি সংরক্ষিত এলাকা। এখানে রাজনৈতিক দলের এ বিশাল সভা-সেমিনার করতে দেয়া হলে জেলা প্রশাসন এবং আদালতের কাজ বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কায় তাদের অনুমতি দেয়া হয়নি।
দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৩টায় মাধবপুর দিয়ে হবিগঞ্জ জেলায় প্রবেশ করবেন এনসিপি নেতৃবৃন্দ। এতে নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে থাকবেন সদস্য সচিব আক্তার হোসেন, সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।
বিকেল ৪টায় হবিগঞ্জ শহরে পৌঁছার কথা রয়েছে। বিশ্রাম শেষে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করবেন। তারপর সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহরে পদযাত্রা করবেন।
পিএ/এসএন