বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতি নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।’
বুধবার (২৩ জুলাই) টাঙ্গাইল সদরের দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় পুরো জাতি শোকাহত। ঘটনার পরপরই সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সঙ্গে সব শ্রেণি-পেশার মানুষ উদ্ধার কাজে অংশ নিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, শোকাবহ ঘটনায় মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে।’
তিনি বলেন, ‘ভারতকে খুশি রাখতে এবং অর্থ লুটপাটের উদ্দেশ্যে পতিত আওয়ামী সরকার পুরাতন মডেলের বিমান ক্রয় করেছে। দুর্ঘটনার নামে এভাবে খুন আর দেশের মানুষ মেনে নেবে না।’
বিএনপির এই কেন্দ্রীয় নেতা ব্যথিত চিত্তে স্বজনহারাদের প্রতি শোক ও সহমর্মিতা প্রকাশ করে বলেন, ‘দেশের মানুষ ও রাষ্ট্রকে সহযোগী বন্ধু হিসেবে তাদের পাশে থাকতে হবে।’
এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে নিহতদের পরিবারে যথাযথ আর্থিক সহায়তা এবং আহতদের সুচিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে টাঙ্গাইল জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ স্থানীয় নেতারা অংশ নেন।
ইউটি/টিএ