বার্সেলোনায় আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন অধ্যায়ের পরিসমাপ্তি যেন এখন কেবল সময়ের অপেক্ষা। স্প্যানিশ দৈনিক `মুন্দো দেপোর্তিভো 'নিশ্চিত করেছে, ২৯ বছর বয়সী এই ড্যানিশ সেন্টার-ব্যাককে নিয়ে আর কোনো পরিকল্পনা নেই কাতালান ক্লাবটির।
বার্সার নতুন কোচ হানসি ফ্লিক এরই মধ্যে দলগঠনের পরিকল্পনায় সুনির্দিষ্ট অবস্থান নিয়েছেন। সেই পরিকল্পনায় জায়গা হয়নি ক্রিস্টেনসেনের।বার্সার আগামী এশিয়া সফরের দলে রাখা হয়নি তাকে। একই তালিকায় রয়েছেন ওরিওল রোমেউ ও পাউ ভিক্টর।
বার্সায় শুরুটা ভালো হলেও, সময়ের সঙ্গে সঙ্গে চোট আর ফিটনেস সমস্যা ক্রিস্টেনসেনের ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছে। গত এক বছরে ধারাবাহিকভাবে ইনজুরিতে ভুগেছেন তিনি।
যার কারণে ফিটনেস হারিয়েছেন, সঙ্গে একাদশেও জায়গা হারিয়েছেন।
হানসি ফ্লিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাঁচজন সেন্টার-ব্যাক নিয়ে তিনি মৌসুম শুরু করতে চান না। এ মুহূর্তে বার্সার মূল চার সেন্টার-ব্যাক হলেন এরিক গার্সিয়া, পাউ কুবারসি, ইনিগো মার্তিনেস ও রোনাল্ড আরাউহো। ফলে বাদ পড়ার তালিকায় সবচেয়ে উপযুক্ত হিসেবে দেখা হচ্ছে ক্রিস্টেনসেনকে।
যদিও এখন পর্যন্ত ক্রিস্টেনসেনের জন্য কোনো প্রস্তাব আসেনি, তবে ধারণা করা হচ্ছে গ্রীষ্মকালীন দলবদল শেষ হওয়ার আগেই একাধিক ক্লাব তার জন্য আগ্রহ দেখাবে। বিশেষ করে অভিজ্ঞতা ও ইউরোপিয়ান ম্যাচ খেলার অভিজ্ঞতা বিবেচনায় তাকে নিয়ে আগ্রহী ক্লাবের অভাব হওয়ার কথা নয়।
বার্সেলোনাও ইতোমধ্যে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এই ডিফেন্ডারকে বিদায় জানিয়ে আরও তরুণ ও ফিট খেলোয়াড়দের ওপর ভরসা রাখতে হবে। তাই সবদিক বিবেচনায় বলা যায়, ক্রিস্টেনসেনের বার্সা অধ্যায় শেষ হতে চলেছে এই গ্রীষ্মেই।
আইআর/টিএ