এ যেন সিনেমার গল্প। ১০ বছর পর মায়ের অপমানের বদলা নিলো সন্তান। এই প্রতিশোধের গল্প সোনু কশ্যপ নামের ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌর এক তরুণের। যে তরুণ মায়ের অপমানের প্রতিশোধ নিতে লক্ষ্ণৌর রাস্তায় ১০ বছর ধরে খুঁজেছেন সেই মানুষটিকে। মনোজ নামের সেই ব্যাক্তিকে পেয়ে দীর্ঘ দিনের সেই প্রতিশোধ নিয়েছেন সোনু।
সোনুর এই প্রতিশোধের যাত্রায় যোগ দেন তাঁর বন্ধুরাও। তাঁদের সোনু প্রতিশ্রুতি দেন, মনোজ নামের ওই ব্যক্তিকে হত্যার পর এক জমকালো পার্টি দেওয়া হবে। পরিকল্পনা করে তাঁরা সবাই মিলে হত্যা করেন মনোজকে। যে ব্যক্তি লক্ষ্ণৌতে ডাব বিক্রি করতেন।
জানা গেছে, প্রায় ১০ বছর আগে মনোজ কোনো একটি ঘটনায় সোনুর মাকে মারধর করেন এবং এলাকা ছেড়ে পালিয়ে যান। সে সময় থেকেই মনোজের ওপর প্রতিশোধ নেওয়ার শপথ নেন সোনু। অবশেষে তিন মাস আগে তিনি লক্ষ্ণৌর মুনশি পুলিয়া এলাকায় মনোজকে দেখতে পান। তখনই শুরু হয় পরিকল্পনা। সুযোগ বুঝে সোনু ও তাঁর বন্ধুরা লোহার রড দিয়ে তাঁকে বেদম মারধর করে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রান যায় মনোজের।
সনু ও তার বন্ধুদের এমন কান্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়ে যায়। সেই পোস্ট নজরে আসে পুলিশেরও। সেই ছবির সূত্র ধরেই খুনের সঙ্গে জড়িত সন্দেহভাজন সবাইকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তি হলেন সোনু, রণজিৎ, আদিল, সালামু ও রহমত আলী।
এ ঘটনার পর সোনু তাঁর বন্ধুদের জন্য বেশ বড় এক পার্টি দেন। সেই পার্টির ছবি কেউ একজন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সেখান থেকেই পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করে। এরপর পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে পাঁচজনকেই গ্রেপ্তার করে।
এফপি/টিএ