বিতর্ক পিছু ছাড়ছে না বাণী কপূরের। কিছুদিন আগেই পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানের সঙ্গে জুটি বেঁধে বিতর্কে জড়িয়েছিলেন। ‘আবির গুলাল’ নামে সেই ছবি শেষ পর্যন্ত মুক্তিই পায়নি পহেলগাঁও কাণ্ডের জেরে। তবে এই প্রথম নয়। বি-টাউনে নানা বাধার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। এমনকি, গায়ের রঙের জন্যও খোঁচা শুনতে হয়েছিল তাঁকে। দুধসাদা গায়ের রং না হলে পাওয়া যাবে না কাজ, এমন শর্তের মুখেও পড়েছিলেন তিনি।
বহিরাগত হয়ে বলিউডে প্রবেশ করলে নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়। বহিরাগত হলে, সমাজের তৈরি করা সৌন্দর্যের সংজ্ঞার জন্য সমস্যায় পড়তে হয়, জানান বাণী। তিনি বলেন, “আমাকে সরাসরি কিছু বলা হয়নি। কিন্তু অন্য একজনের মারফত আমার কানে এসেছে কিছু কথা। এক পরিচালক বলেছিলেন, একটি নায়িকার চরিত্রে অভিনয় করার মতো যথেষ্ট ফর্সা আমি নই। তিনি বলেছিলেন আমি ‘দুধসাদা’ নই।”
ফর্সা রং নিয়ে বলিউডের ‘বাড়াবাড়ি’ নিয়েও কথা বলেন অভিনেত্রী। এই অবস্থার সঙ্গে কী ভাবে মানিয়ে নেন বাণী? অভিনেত্রী বলেন, “দুধসাদা ফর্সা রংই যদি দাবি হয়, তা হলে এই কাজ করার কোনও ইচ্ছেই আমার নেই। এটাই নিজেকে বলি। পরিচালক বরং তাঁর পছন্দের দুধসাদা নারীকে খুঁজে নিন। আমি জানি, আমিও এর চেয়ে ভাল পরিচালকের সঙ্গে কাজ করতে পারব। তবে এটা বহু বছর আগের কথা। এই পরিচালক মুম্বইয়ের নন।” অভিনেত্রী এই মুহূর্তে তাঁর আসন্ন ওয়েব সিরিজ় ‘মন্ডালা মার্ডার্স নিয়ে ব্যস্ত।”
এমকে/টিএ