ফ্যাসিবাদ মোকাবিলায় রাজনৈতিক দলে কোনো মতভিন্নতা বা বিভেদ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি।
জামাতের নায়েবে আমির বলেন, ‘কোনো একটি মহল থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এতে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার দুর্বলতা রয়েছে। বাংলাদেশে নতুন করে কেউ যেন ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেটা খেয়াল রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘সরকারকে আরও কঠোর হতে বলেছি। নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা হতে পারে, তাই পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কথা বলেছি।’
অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছেন এবং থাকবেন উল্লেখ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ রয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। সব দল বলেছে ফ্যাসিবাদ মোকাবিলায় কোনো মতভিন্নতা বা বিভেদ নেই।’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা সব দলের ঐক্য দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক দলগুলো বলেছে তারা ঐক্যবদ্ধ থাকার দৃশ্যমান প্রমাণ হলো কমিশনের বৈঠকে অংশ নিচ্ছেন এবং প্রধান উপদেষ্টা বৈঠকেও একত্রিত হয়েছেন।’
রাজনৈতিক দলগুলো বিভিন্ন স্থানে যে নিষিদ্ধ গোষ্ঠী রয়েছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির।
এর আগে রাত ৯টার দিকে চলমান পরিস্থিতি উত্তরণে করণীয় ঠিক করতে প্রধান চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেয়। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন নিজ দলের পক্ষে অংশ নেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান নেতৃত্ব দেন দলের পক্ষে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জরুরি এই সংলাপে সরকারের তরফে অংশ নেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলমসহ আরও কয়েকজন উপদেষ্টা পরিষদের সদস্য। প্রায় দেড় ঘণ্টা চলে সংলাপ।
পিএ/টিএ