ফিলিপাইনের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তি অনুযায়ী, মার্কিন পণ্য ফিলিপাইনে ঢুকতে এক পয়সা শুল্কও রাখা হয়নি। তবে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে ফিলিপাইনকে ১৯ শতাংশ শুল্ক দিতে হবে।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ জুলাই) নিজের সামাজিক মাধ্যম ট্রুথে এ ঘোষণা দেন ট্রাম্প। এর আগে হোয়াইট হাউজে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।
এ মাসের শুরুতে ফিলিপাইনের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। মার্কিনিদের সঙ্গে চুক্তি করে শুল্ক মাত্র ১ শতাংশ কমাতে পেরেছে ফিলিপাইন। চলতি বছরের এপ্রিলে ফিলিপাইনের পণ্যে ১৭ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি। চুক্তির পর দেখা যাচ্ছে তা ২ শতাংশ বেড়েছে।
ফিলিপাইনের পাশাপাশি ইন্দোনেশিয়ার পণ্যেও ১৯ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
গত বছর যুক্তরাষ্ট্র-ফিলিপাইনের মধ্যে ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি ছিল প্রায় ৫ বিলিয়ন ডলার।
ফিলিপাইনের প্রেসিডেন্ট জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ক্ষেত্রেও কাজ করবেন। তবে কি ধরনের কাজ করবেন সে ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানাননি তিনি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর দক্ষিণপূর্ব এশিয়ার কোনো দেশের প্রেসিডেন্ট হিসেবে মার্কোস ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন।
সূত্র: আলজাজিরা
পিএ/টিএ