‘ওয়ার ২’ তে চমক হিসাবে শেষে থাকছে ‘আলফা’র আলিয়া-শারভারি
মোজো ডেস্ক 04:04AM, Jul 24, 2025
বলিউডের সবচেয়ে জনপ্রিয় স্পাই ইউনিভার্সে এবার নতুন মোড়। 'ওয়ার ২'-এর পোস্ট-ক্রেডিট দৃশ্যে চমক হিসেবে দেখা যেতে পারে আলিয়া ভাট ও শারভারি ওয়াঘকে। যশরাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত নারীভিত্তিক গুপ্তচর সিনেমা ‘আলফা’র ইঙ্গিতই থাকবে এই অংশে। ‘ওয়ার ২’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ আগস্ট। এরপরই ‘আলফা’ নিয়ে বড় ঘোষণার অপেক্ষায় ভক্তরা।
প্রথমে ধারণা করা হচ্ছিল, শাহরুখ খানের ‘পাঠান’ থাকবেন 'ওয়ার ২'-এর শেষ চমকে। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, এবার গল্পের গতিপথ বদলাতে চলেছে যশরাজ। স্পাই ইউনিভার্সে এবার ময়দানে নামবেন দুই নারী চরিত্র—আলিয়া ও শারভারি।
‘দ্য রেলওয়ে মেন’ খ্যাত পরিচালক শিব রাওয়াইলের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘আলফা’। ২০২৫ সালের বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে। আলিয়া-শারভারিকে কেন্দ্র করেই গড়ে উঠবে এই গল্প। নারীকেন্দ্রিক এই গোয়েন্দা কাহিনিই হতে যাচ্ছে বলিউড স্পাই ইউনিভার্সের নতুন দিগন্ত।
যশরাজের এই সাহসী পদক্ষেপকে বলিউডে নারীপ্রধান চরিত্রের উত্থান হিসেবে দেখা হচ্ছে। দর্শকদের জন্য অপেক্ষা এখন 'ওয়ার ২'-এর পোস্ট-ক্রেডিট চমক, যা পরবর্তী অ্যাকশনজগতের নতুন ধারা সূচিত করতে পারে। ‘আলফা’-তে আলিয়া-শারভারির রূপে উঠে আসবে দুই দুর্ধর্ষ নারীর গুপ্তচর অভিযানের কাহিনি—যাঁরা দৃপ্ত, নিখুঁত এবং অপ্রতিরোধ্য।