প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে লেস্টার সিটি অস্ট্রিয়ায় প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়ে চ্যাম্পিয়নশিপে নামা দলটি নিজেদের প্রস্তুতি ম্যাচ দুটি একদিনে খেলার পরিকল্পনা করেছে। লেস্টার সিটির ওয়েবসাইটে জানানো হয়েছে, ২৫ জুলাই (শুক্রবার) দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
২৫ জুলাই বাংলাদেশ সময় দুপুরে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ইউক্রেনের ক্লাব কারপাতি এলবিবের এবং দ্বিতীয় ম্যাচটি হবে ক্লোনের বিপক্ষে। উল্লেখ্য, এই দুটি ম্যাচই প্রতিযোগিতামূলক নয় বরং প্রস্তুতি ম্যাচ হিসেবে বিবেচিত হবে।
লেস্টার সিটি ইতোমধ্যে বেশ কিছু প্রীতি ম্যাচ খেলেছে এবং প্রস্তুতি শুরু করেছে। গেল মৌসুমে প্রিমিয়ার লিগে ফিরলেও, লেস্টারের পারফরম্যান্স সুখকর হয়নি এবং তারা আবারও অবনমন হয়ে চ্যাম্পিয়নশিপে ফিরে গেছে। তবে দলে ফিরে এসেছেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। গত মৌসুমের শেষভাগে হামজা শেফিল্ডের জার্সিতে চ্যাম্পিয়নশিপ খেলেছিলেন কিন্তু এবার নিজের ছোটোবেলার ক্লাব লেস্টার সিটির হয়ে খেলবেন।
এছাড়া, লেস্টার সিটির কোচিং প্যানেলে এসেছে পরিবর্তন। গত মৌসুমে দলের খারাপ পারফরম্যান্সের জন্য বরখাস্ত হন রুদ ফন নিস্টলরয়। তার স্থানে নতুন মৌসুমে হামজাদের কোচের দায়িত্বে নিয়োগ পেয়েছেন কুইন্স পার্ক রেঞ্জার্সের সাবেক কোচ মার্তি সিফুয়ন্তেস।
ইউটি/টিএ