খাগড়াছড়ি সদরের ধর্মঘর বড়পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে বড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন- বড়পাড়া এলাকার বাসিন্দা পঙ্কজ ত্রিপুরা (৫০) ও উপেন ত্রিপুরা (৩০)। আহত হলেন পঙ্কজ ত্রিপুরার মেয়ে চন্দ্ররাণী ত্রিপুরা (২৪)।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুতের তার ঝুলে ছিল। বিষয়টি একাধিকবার বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের।
স্থানীয়রা জানায়, বিকেলে রাস্তার পাশে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই উপেন ত্রিপুরার মৃত্যু হয়। পরে পঙ্কজ ত্রিপুরাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মীর মোশারফ বিষয়টি নিশ্চিত করে বলেন, পঙ্কজ ত্রিপুরাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।
খাগড়াছড়ি সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইউটি/টিএ