ভোলার মনপুরা উপজেলায় পুলিশের অভিযানে মো. আবু মুসা (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারহাট গ্রামের মৃত জুলফিকার আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মনপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আহসান কবীর গণমাধ্যমকে বলেন, ২০২৪ সালের ৬ মার্চ পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আবু মুসাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ৩০০-৪০০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পিএ/এসএন