জাতীয় পুরস্কার জয়ের রেশ কাটতে না কাটতেই আরও এক গৌরবময় তালিকায় শীর্ষে জায়গা করে নিল ‘পুষ্পা ২’। এল্লু অর্জুন অভিনীত এই ব্লকবাস্টার ছবিটি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ সম্মান SIIMA ২০২৫-এ পেয়েছে সর্বাধিক মনোনয়ন।
এই বছর SIIMA-র তেলুগু বিভাগে এককভাবে এগিয়ে রয়েছে ‘পুষ্পা ২’। মোট ১১টি বিভাগে মনোনীত হয়েছে ছবিটি। পরিচালক সুকুমারের দক্ষ নির্মাণশৈলী, দর্শকপ্রিয় গান আর এল্লু অর্জুনের বিস্ফোরক অভিনয়—সব মিলিয়ে এ ছবির জয়রথ যেন থামছেই না।
এবারের SIIMA পুরস্কার অনুষ্ঠান হতে চলেছে দুবাইয়ে, ৫ ও ৬ সেপ্টেম্বর। ইতিমধ্যেই দক্ষিণ ভারতের চার ভাষার সিনেমাগুলোর মধ্যে চরম প্রতিযোগিতার মেজাজ দেখা দিয়েছে।
তেলুগু বিভাগে ‘পুষ্পা ২’-এর ঠিক পেছনেই রয়েছে ‘কাল্কি ২৮৯৮ এ.ডি’ ও ‘হনুমান’, দুটি ছবিই পেয়েছে ১০টি করে মনোনয়ন। তামিল বিভাগে সেরা অবস্থানে রয়েছে ‘অমরান’, যেটি মনোনয়ন পেয়েছে ১৩টি বিভাগে।
কন্নড় চলচ্চিত্রের দিক থেকেও পিছিয়ে নেই ‘ভীমা’ ও ‘কৃষ্ণ প্রণয় সখী’, দুটি ছবিই পেয়েছে ৯টি করে মনোনয়ন। আর মালয়ালম সিনেমার দিক থেকে সবচেয়ে আলোচিত ‘আড়ুজীবিতম’, যেটির ঝুলিতে এসেছে ১০টি বিভাগে মনোনয়ন।
SIIMA ২০২৫ শুধু পুরস্কারের অনুষ্ঠান নয়, দক্ষিণ ভারতের চার ভাষার সিনেমাকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার এক মঞ্চ। আর এবার সে মঞ্চে এল্লু অর্জুনের 'পুষ্পা ২' যেন আরও একবার প্রমাণ করল, তার জনপ্রিয়তার জোয়ার এখনো সর্বত্র প্রবাহিত।
জাতীয় পুরস্কারের পর SIIMA-এর লড়াইয়েও এল্লু অর্জুন কী শিখর ছুঁতে পারেন, সেটাই এখন দেখার।
এফপি/ এসএন