আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলন দমন নিয়ে প্রকাশ করেছে এক নতুন তথ্যচিত্র, যেখানে বাংলাদেশে সংঘটিত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার নেপথ্যের কথোপকথন ফাঁস করা হয়েছে। ২৪ জুলাই ইংরেজি ও বাংলা উভয় ইউটিউব চ্যানেলে একযোগে প্রকাশিত ৫০ মিনিট দীর্ঘ এই তথ্যচিত্রে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের মধ্যকার একটি ফোন আলাপ তুলে ধরা হয়েছে।
তথ্যচিত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৭ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে এই ফোনালাপটি হয়। আলজাজিরার দাবি, কলটি ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা হয়েছে এবং এটি বাংলাদেশ সরকারেরই একটি গোয়েন্দা সংস্থা রেকর্ড করেছে।
ফোনালাপে শেখ হাসিনা ছাত্র আন্দোলনের সময়কার পরিস্থিতি জানতে চেয়েছিলেন ইনানের কাছে। জবাবে ইনান জানান, “আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল, মাঠে ছিল। আপনার নির্দেশনা পেয়েই সবাই টাইমে নেমে গেছে।” এ সময় ইনান আরও বলেন, জ্যেষ্ঠ নেতাদের কাছ থেকে স্পষ্ট নির্দেশনা না পেয়ে সরাসরি শেখ হাসিনার সঙ্গেই যোগাযোগ করছেন তিনি।
উল্লেখযোগ্যভাবে, এই ফোনালাপের মাত্র দুই দিন আগে ১৫ জুলাই- ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রদের ওপর পুলিশ ও ছাত্রলীগ যৌথভাবে হামলা চালায় বলে অভিযোগ উঠে, যা আলজাজিরা তথ্যচিত্রে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
ফোনালাপে শেখ হাসিনা বলেন, “দক্ষিণে, উত্তরে বলে দিয়েছি- যেখানে যা দরকার তাই করতে।” তিনি আরও জানান, আন্দোলনের পেছনে সন্ত্রাসীরা আছে বলে তিনি আশঙ্কা করছেন, এবং তাদের কোনও সুযোগ দিতে চান না।
কেএন/এসএন