ভয়াবহ আগুনে পুড়ে ছাই ওপার বাংলার ম্যাকনেল স্টুডিও নামের একটি স্টুডিও। দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরে অবস্থিত সেই স্টুডিওতে চলছিল ‘বুলেট সরোজিনী’র শুটিং এর কাজ। যে সিরিয়ালটি প্রচার করা হয় ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল স্টার জলসায়। গত বৃহস্পতিবার ঘটে যাওয়া এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
তবে ‘বুলেট সরোজিনী’র শুটিং এর কাজ ঠিক যে ফ্লোরে হয়েছিল, সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়াও অগ্নিকাণ্ডের সময় সেই সিরিয়ালের কোনো শুটও হচ্ছিল না, কেউ ছিলেনও না।
ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, শুটিং ফ্লোরের ঠিক কী পরিস্থিতি তা নিয়ে সেই সিরিয়ালের অভিনেতা অভিষেক বীর শর্মা ভারতীয় গণমাধ্যমকে জানান, আমাদের ‘বুলেট সরোজিনী’-এর ফ্লোরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে স্টুডিওর অন্যান্য শুটিং ফ্লোরগুলি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার আমাদের শুটিং বন্ধ রয়েছে। শনিবার থেকে ফের শুটিং শুরু হবে।
যে ফ্লোরটি পুড়েছে, সেখানে ‘দুই শালিক’-এর শুটিং হতো। সে সিরিয়ালটিও প্রচার করা হয় স্টার জলসায়। ওই ধারাবাহিক শেষ হয়েছে কিছু মাস আগে। তাই এখন পরিত্যক্ত অবস্থায় থাকে ফ্লোরটি। সেদিকে তেমন একটা যাতায়াতও করেন না ইউনিটের সদস্যরা।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শর্ট সার্কিট হয়ে নাকি আগুন লেগেছে। তারপর ছড়িয়ে পড়ে সেই আগুন। এর আগেই শেষ হয়ে যায় ‘বুলেট সরোজিনী‘র শুটিং তাই কেউ শারীরিকভাবে ক্ষতির মুখে পড়েননি।
এফপি/ এসএন